মুন্সিগঞ্জ বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা । Munshiganj is one of the 64 districts of Bangladesh.



মুন্সিগঞ্জ বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা । ৯৯৫ বর্গকিলোমিটার আয়তন নিয়ে গঠিত মুন্সিগঞ্জ জেলা । মুন্সিগঞ্জ জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল । মুন্সীগঞ্জের প্রাচীন নাম বিক্রমপুর । প্রাচীনকালে নিঃসন্দেহে মুন্সিগঞ্জ সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র ছিল । অঞ্চল খ্রিস্ট দশকের শুরু থেকে ১৩ শতকের প্রথম পর্যন্ত যন্ত ব্রম্য ও সেন রাজাদের রাজধানী ছিল । মোঘল শাসনামলে এ অঞ্চলের নাম ছিল ইদ্রাকপুর ।

মুন্সিগঞ্জ জেলা নদীবাহিত সমতল এলাকা । জেলার সকল অঞ্চলের ভিতর দিয়ে নদী প্রবাহিত হয়েছে । মুন্সিগঞ্জের বেশিরভাগ এলাকা নিম্নভূমি বলে বর্ষার পানিতে অনেক সময় প্লাবিত হয়ে যায় । এ জেলার মধ্য দিয়ে পদ্মা-মেঘনা ধলেশ্বরী ও ইছামতি নদী প্রবাহিত হয়ে গেছে । বাংলাদেশের মানচিত্রে মুন্সিগঞ্জের অবস্থান দেখতে অনেকটা দ্বীপের মত। ১৯৮৪ খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জ জেলা ঘোষণা করা হয় । ৬ টি উপজেলা নিয়ে মুন্সিগঞ্জ জেলা গঠিত । এ জেলার জনসংখ্যা মোট ১৫ লক্ষ । নদীমাতৃক সৌন্দর্য সংস্কৃতির , ঐতিহ্য ও বাণিজ্যিক গুরুত্বের সমাহারে অতুলনীয় মুন্সিগঞ্জ জেলা ।


ঐতিহ্যগত দর্শনীয় স্থান , পুরনো কীর্তি ও সংস্কৃতির ঐতিহ্যের কারণে মুন্সিগঞ্জ ব্যতিক্রমী জেলা হিসেবে ধারণা করা হয় । ইতিহাস , ঐতিহ্য , সংস্কৃতি আর কীর্তি মনীষীদের স্মৃতিধন্য মুন্সিগঞ্জ জেলা । মুন্সীগঞ্জে জন্ম নিয়েছেন স্যার জগদীশচন্দ্র বসু , অতীশ দীপঙ্কর পাল রাজা গানের মতো আরো অসংখ্য মনীষী ব্যক্তি । মুন্সিগঞ্জের মানুষ সংস্কৃতিমনা । বাংলার লোকসঙ্গীতের ভান্ডার রয়েছে মুন্সিগঞ্জ জেলায় । জারি-সারি ,পালা গান , বাউল গান , পপ গান , মুর্শিদি গান ছাড়াও সব ধরনের গানের চর্চা হয় এই জেলায় ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.