পূর্ণিমা _ বাংলাদেশ সিনেমার সফলতম সুন্দরী নায়িকা পূর্ণিমা ।

সৌন্দর্যের দিক দিয়ে হলিউড ,বলিউড কিনবা টলিউডের চেয়ে বাংলাদেশের নায়িকারা কিন্তু কম নয় । বিভিন্ন সময় বাংলাদেশ চলচ্চিত্রের নায়িকা হিসেবে এসেছেন অনেক মিষ্টিমুখ । অনেকে এসেছে আবার চলেও গেছেন । রূপ লাবণ্য আর মেধার ঝালকাঠিতে তাদের কেউ কেউ জায়গা করে নিয়েছেন লাখো দর্শকের অন্তরে । তাদের মধ্যে একজন হলেন পূর্ণিমা । বাংলাদেশ সিনেমার সফলতম সুন্দরী নায়িকা পূর্ণিমা । পূর্ণিমার আসল নাম দিলারা হারিফ রিতা । এই সুন্দরী নায়িকা বাংলাদেশের চট্টগ্রাম জেলায় ১৯৮১ সালে ১১ ই জুলাই জন্মগ্রহণ করেন । তার পিতার নাম মোঃ হানিফ এবং মাতার নাম সুফিয়া বেগম । পূর্ণিমার চলচ্চিত্রে আগমন ১৯৯৭ সালে এ জীবন তোমার আমার চলচ্চিত্রের মধ্য দিয়ে ।


পূর্ণিমা দেখতে খুবই সুন্দরী । বাংলাদেশ চলচ্চিত্রের তৃতীয় সর্বাধিক সুন্দরী নায়িকা তিনি । কাজী হায়াৎ রচিত ও পরিচালিত ওরা আমকে ভাল হতে দিলো না চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। পূর্ণিমা বাংলাদেশের অনেক ব্যবসা সফল চলচ্চিত্র সিনেমা উপহার দেন । তার অভিনীত সফল চলচ্চিত্র হল মনের মাঝে তুমি , হৃদয়ের কথা ,বাধা , ছায়াছবি , টাকা , আকাশ ছোঁয়া ভালোবাসা , জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার ,শাস্তি , মেঘের পরে মেঘ , মেঘলা আকাশ , জামাই শশুর , মাটির ঠিকানা , শুভ বিবাহ ,আমাকে ভাল হতে দিল না ইত্যাদি । বর্তমানে তিনি স্বামী সংসার নিয়ে ব্যস্ত আছেন এক সময়ের আলোচিত সুন্দরী নায়িকা পূর্ণিমা ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.