ঘুর্নিঝড় জাওয়াদ এর প্রভাবে আমাদের মুন্সীগঞ্জ জেলার আলু চাষ ক্ষতির মুখে । Due to the impact of cyclone Jawad, our potato cultivation in Munshiganj district is facing loss


 ঘুর্নিঝড় জাওয়াদ এর প্রভাবে   আমাদের মুন্সীগঞ্জ জেলার আলু  চাষ ক্ষতির মুখে । লক্ষ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছে  চাষীরা । তুমুল বৃষ্টির ফলে ভেসে গেছে হাজার হাজার হেক্টর জমির বীজ বোনা আলুর জমি । এতে করে অনেক ক্ষুদ্র কৃষক নিঃস্ব হয়ে পড়েছেন । কারণ মুন্সীগঞ্জে একমাত্র আলুর ফসলের উপরই নির্ভর করে অনেক চাষীরা । তাদের একমাত্র ফসল হচ্ছে এই আলু । টানা দুই দিনের বৃষ্টির ফলে আলুর জমিতে  পানির জোয়ার বইছে । অনেক কৃষক তাদের জমিতে  লাখ   লাখ টাকা খরচ করে আলুর বীজ এবং বিভিন্ন রাসায়নিক সার প্রয়োগ করেছেন। বৃষ্টির ফলে এসব রাসায়নিক সার পানির  সাথে মিশে গেছে । এখন তাদের আবার পুনরায় আলুর বীজ এবং সার প্রয়োগ করে আলু বুনতে হবে এতে করে তাদের গুনতে হবে অনেক টাকার ক্ষতিপূরণ । অনেক ক্ষুদ্র কৃষক আছেন তাদের এই ক্ষতি পুষিয়ে নেবার কোনো রাস্তা নেই ।

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.