১) গ্রিনল্যান্ড ঃ সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশের তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছে গ্রীনল্যান্ড । পৃথিবীর সর্ববৃহৎ এই দ্বীপ সার্বভৌম নয় । ডেনমার্কের একটি অঙ্গরাজ্য মাত্র । সাড়ে ২১ লাখ বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটিতে বাস করে মাত্র ৫৭ হাজার মানুষ । জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ০.০৩ জন ।
২) ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ঃ আর্জেন্টিনার দক্ষিনে অবস্থিত এই দ্বীপপুঞ্জের অবস্থান দক্ষিণ মেরুর কাছাকাছি । তেলসমৃদ্ধ ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আয়তন প্রায় ১২ হাজার দুইশত বর্গকিলোমিটার , জনসংখ্যা মাত্র ৩ হাজার । জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ০.২৪ জন ।
৩) পিটকেয়ার্ন্স আইল্যান্ড ঃ দিগন্তবিস্তৃত প্রশান্ত মহাসাগরের মাঝখানে এই ছোট্ট দ্বীপটির আয়তন মাত্র ৫০ বর্গ কিলোমিটার । তবে অবাক করা ব্যাপার হল ইংল্যান্ডের অধীনে থাকা এই দ্বীপের জনসংখ্যা মাত্র ৪৭ জন । তাই প্রতি বর্গকিলোমিটারে এই দ্বীপে একজনের চেয়েও কম লোক বসবাস করে । অর্থাৎ প্রতি বর্গকিলোমিটারে ০.৪৪ জন ।
৪ ) মঙ্গোলিয়া ঃ ১৫ লাখ ৬৬ হাজার বর্গকিলোমিটার আয়তনের এই দেশটির জনসংখ্যা মাত্র ৩০ লাখ । তাই দেশটির জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র দুইজন । যা সার্বভৌমত্ব দেশগুলোর মধ্যে সবচেয়ে কম ।
৫ ) নামিবিয়া ঃ দক্ষিণ আফ্রিকার প্রতিবেশী দেশ নামিবিয়ার আয়তন ৮ লাখ ২৫ হাজার ৬১৫ বর্গকিলোমিটার যা প্রায় পাঁচ টা বাংলাদেশের সমান । জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র তিনজন ।
৬ ) ফ্রেঞ্চ গায়ানা ঃ এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ফ্রেঞ্চ গায়ানা । ফ্রান্সের অধীনে থাকা এই দেশটির আয়তন ৮৩ হাজার ৫৩৪ বর্গকিলোমিটার এবং লোক সংখ্যা আড়াই লক্ষ এর মত । প্রতি বর্গ কিলোমিটারে মাত্র তিনজন মানুষ বসবাস করে দেশটিতে ।
৭ ) অস্ট্রেলিয়া ঃ উন্নত জীবন যাত্রার কারণে অস্ট্রেলিয়া আমাদের দেশের মানুষের কাছে খুবই পরিচিতি । অস্ট্রেলিয়ার কথা মনে পড়লে আমাদের চোখে ভেসে ওঠে সিডনি , মেলবোর্ন , পার্কের মতো সুন্দর সুন্দর শহর । এসটি জনসংখ্যা মাত্র ২ কোটি ৫০ লক্ষ এবং এর আয়তন ৭৬ লক্ষ ৯০ হাজার বর্গ কিলোমিটার । আয়তনের দিক দিয়ে পঞ্চাশটি বাংলাদেশের সমান । তাই দেশটির জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৩ .০৯ জন ।
৮ ) আইসল্যান্ড ঃ ইউরোপের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ আইসল্যান্ড । ছোট্ট কিন্তু অপূর্ব এই সুন্দর দেশটিতে রয়েছে তালিকার অষ্টম স্থানে । আইসল্যান্ডের আয়তন ১ লক্ষ তিন হাজার বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ৩ লক্ষ ৯ হাজার । জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৩.১ জন ।
৯ ) সুরিনাম ঃ হরিনাম দক্ষিণ আমেরিকার সবচেয়ে ছোট দেশ । তবে এর আয়তন কিন্তু বাংলাদেশের চেয়েও বেশি । এক লক্ষ ৬৫ হাজার বর্গকিলোমিটার আয়তনের দেশ সুরিনামের জনসংখ্যা মাত্র ৫ লক্ষ আশি হাজার । জনসংখ্যার ঘনত্ব হিসেব করলে প্রতি বর্গকিলোমিটারে মাত্র ২ দশমিক ৯ জন মানুষ বাস করে সুরিনামে ।
১০ ) মৌরিতানিয়া ঃ পশ্চিম আফ্রিকার সাহারা মরুভূমির পাড়ে অবস্থিত মৌরিতানিয়া । বিশ্বের কম ঘনবসতি দেশের তালিকায় রয়েছে দশম স্থানে । দেশটির আয়তন ১০ লাখ ৩০ হাজার বর্গকিলোমিটার কিন্তু দেশটির জনসংখ্যা মাত্র ৪০ লাখ । তাই মৌরিতানিয়া জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৩.৪ জন মাত্র ।