রিকি পন্টিং অস্ট্রেলিয়ার একজন কিংবদন্তি ক্রিকেটার _ সর্বকালের সেরা খেলোয়াড় রিকি পন্টিং ।

রিকি টমাস পন্টিং একজন অস্ট্রেলিয়ান ক্রিকেট কোচ, ধারাভাষ্যকার এবং সাবেক ক্রিকেটার। টেস্টে ২০০৪ থেকে ২০১১ এর মধ্যে পন্টিং অস্ট্রেলিয়ান জাতীয় দলের "সুবর্ণ যুগে" অধিনায়ক ছিলেন । রিকি পন্টিং ১৯৭৪ সালে ১৯ ডিসেম্বর অস্ট্রেলিয়ার লন্সেস্টন শহরে জন্মগ্রহণ করেন । তার মাতা পিতার নাম গ্রায়েম পন্টিং, লরেন পন্টিং । তিনি অস্ট্রেলিয়ার একজন কিংবদন্তি ক্রিকেটার । তার হাত ধরে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে কয়েকবার । রিকি পন্টিংএকমাত্র অস্ট্রেলিয়ান ক্রিকেটার যিনি অস্ট্রেলিয়ার ক্রিকেটে অসংখ্য রেকর্ডের মালিক । তার যুগের ক্রিকেটকে অস্ট্রেলিয়ার সুবর্ণ যুগ বলে আখ্যায়িত করা হয় ।


 আমরা এক নজরে দেখে নেব রিকি পন্টিং 
অস্ট্রেলিয়ার হয়ে যে সব রেকড করেছেন ।

  সর্বকালের সেরা খেলোয়াড় রিকি পন্টিং অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রানের মালিক ২৭৩৬৮।

 অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি ৭১ টি, সবচেয়ে বেশি ফিফটি ১৪৬ টি।

 অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ও ওডিআই তে দ্রুততম ১০০০০ রানের মালিক টেস্টে ১৯৬ ইনিংসে ওডিআই ২৬৬ ইনিংসে। 

 অভিষেক টি-টোয়েন্টি তে সর্বোচ্চ রানের মালিক ৯৮*। সবচেয়ে বেশি ওডিআই তে নেতৃত্ব দেওয়া ক্রিকেটার ২৩০ ম্যাচ। অস্ট্রেলিয়াকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়া ক্রিকেটার ৩২৪ ম্যাচ।

 অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি উইনিং পারসেন্ট ৬৭.৯১%। অস্ট্রেলিয়ার হয়ে এক বর্ষপঞ্জিকাতে তিন ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরি ১১ টি(২০০৩ সাল)। এক বর্ষপঞ্জিকাতে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি রান ২৮৩৩ (তিন ফরম্যাটে)।

 অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ক্রিকেটার ৩৬৪ টি। নির্দিষ্ট কোন ভেন্যুতে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি রান ৩৪৬৭( মেলবোর্ন)। 

 অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি নার্ভাস নাইন্টিজে আউট হওয়া ক্রিকেটার ১৩ বার! অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি ম্যাচে প্রতিনিধিত্ব করা ক্রিকেটার ৫৬০ ম্যাচ। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি সিরিজ সেরা হওয়া ক্রিকেটার ১১ বার।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.