During this Fish, they catch carnivores and small fish. But sometimes they prey on birds. Their bodies are mainly gray to gray-green in color. Their Brazilian local name is Piraruku. Comes from an indigenous word in Brazil. Ash is reddish in color towards the tail of this fish. This huge fish is different from all other fish. Because they have it in their tongues. There is a safe place for these teeth.
এরা পাইমা আমাজন জঙ্গলের সবচেয়ে বড় মাছ । এ প্রজাতির মাছের সবচেয়ে বড় পরিচিতি হল এরা স্বাদু পানির মাছের মধ্যে সবচেয়ে বড় । এ মাছ লম্বায় ২ মিটার বা ৭৯ ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে । এদের ওজন ১০০ কিলোগ্রাম থেকে ২০০ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে । এখন অব্দি সব থেকে বড় ২০০ কিলোগ্রাম ওজনের একটি এরা পাইমা মাছ ধরা হয়েছে ।
এ মাস মাংসাশী এবং ছোট ছোট মাছ এরা ধরে খায় । কিন্তু কখনো কখনো এরা পাখিদের শিকার করে খায় । এদের দেহ প্রধানত ধূসর থেকে ধূসর সবুজ রংগের হয়ে থাকে । এদের ব্রাজিলিয়ান স্থানীয় নাম পিরারুকু । ব্রাজিলের একটি আদিবাসী শব্দ থেকে এসেছে । এ মাছের লেজের দিকে আশ লালচে রঙের । এ বিশাল আকার মাছ সমস্ত মাছ থেকে আলাদা । কারণ এদের জিববাতে ও রয়েছে । এ দাঁতের জন্য সুরক্ষিত জায়গা রয়েছে ।