The most terrifying fish in the Amazon River Red Bellied Piranha # আমাজন নদীর সবচেয়ে ভয়ঙ্কর মাছ রেড বেলি পিরানহা

The Red Belly Piranha lives in the freshwater of the Amazon. They are about 10 cm in size but do not neglect the small size. The most frightening of these is their teeth and gums. Their teeth are sharper than those of the ballet and their gums and jaws are stronger. This fish is both herbivorous and carnivorous. They team up together and accept. Attacks of piranha people are recorded almost every year. Many rivers in Brazil have signboards warning people to stay away from piranhas. These signboards are very important. If you fall prey to petty piranha, it will only take a few minutes for them to tear the flesh off your bones and eat it. These are such terrible fish. But there is nothing to fear, they just live in the Amazon River in Brazil and nowhere else.



 রেড বেলি পিরানহা আমাজনের স্বাদু পানিতে বসবাস করে । এরা আকারে প্রায় ১০ সেন্টিমিটার হয় কিন্তু ছোট আকার দেখে অবহেলা করবেন না । এদের সবচেয়ে ভয়ঙ্কর তা হলো এদের দাঁত ও মাড়ি । এদের দাঁত বেলেটের এর চেয়েও বেশি ধারালো এবং এদের মাড়ী ও চোয়ালে খুবই মজবুত । এ মাছ শাখাহারীএবং মাংসাশী উভয় । এরা একসাথে দল বেঁধে থাকে এবং স্বীকার করে । পিরানহা মানুষের হামলার ঘটনা প্রায় প্রতি বছর রেকর্ড করা হয় ।


 ব্রাজিলের অনেক নদীতে পিরানহা থেকে দূরে থাকার সতর্কবার্তা সহ সাইনবোর্ড দেখতে পাওয়া যায় । এ সাইনবোর্ড গুলো খুবই জরুরি । যদি আপনি ক্ষুদার্থ পিরানহার জাকে পড়েন তো আপনার হাড় থেকে মাংস ছিঁড়ে খেয়ে ফেলতে এদের মাত্র কয়েক মিনিট সময় লাগবে । এরা এতটাই ভয়ঙ্কর মাছ । তবে ভয় পাওয়ার কিছু নেই এরা শুধু ব্রাজিলের আমাজন নদীতেই বসবাস করে অন্য কোথাও নয় ।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.