স্বামী এ কথা শুনে অনেক ক্ষেপে উঠলো । তাকে অনেক গালাগালি করতে শুরু করলো । এমন সময়ে কে একজন আবার দরজায় টোকা দিতে শুরু করলো । স্বামী যখন দরজা খুললো তখন সে দেখলো একটি হুজুর ব্যক্তি হাতে অনেকগুলো রুটি নিয়ে দাঁড়িয়ে আছে এবং বললো এখানে আঠারোটি রুটি আছে এগুলো সব তোমাদের। গরিবদের খাওয়ানোর উদ্দেশ্যে রুটিগুলো বিতরণ করা হয়েছে । এ নাও তোমাদের ভাগে আঠারোটি রুটি । স্বামী তখন অনেক অবাক হয়ে রুটিগুলো নিয়ে ঘরের মধ্যে গেল । যখন সে মহিলা রুটিগুলো দেখলো তখন সে সঙ্গে সঙ্গে বললো এর মধ্যে দুটি কম আছে। এটা শুনে স্বামী তখন আরো অবাক হয়ে গেল । তাঁকে কিছু জিজ্ঞেস না করে বাইরে এসে হুজুর ব্যক্তিকে জিজ্ঞেস করলো এর মধ্যে দুটো রুটি কম কেন। তখন সে বললো আমি যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন আমার খুব খিদে পেয়েছিল। তাই এখান থেকে দুটো রুটি আমি খেয়েছি আমাকে ক্ষমা করে দাও । তখন স্বামী ঘরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলো তুমি কি করে বুঝলে এর মধ্যে দুটো রুটি কম আছে। তখন মহিলাটি হেসে বললেন আমার আল্লাহ বলেছেনঃ যে আমার রাস্তায় খরচ করবে আমি তাকে ২০ গুণ বেশি দেব ।
স্বামী তখন তার স্ত্রী বিশ্বাস ও আল্লাহর প্রতি ভরসা দেখে অনেক অবাক হয়ে গেলো । তখন সে অনেক কান্নাকাটি করে আল্লাহর কাছে তার গুনাহ মাফ চাইতে লাগলো এবং সে তার ভুল বুঝতে পারলো ।
আল্লাহর প্রতি বিশ্বাস ও তার উপর ভরসা এবং তার ধৈর্য এ জিনিসগুলো আমাদের থাকে আমরা অবশ্যই দুনিয়া এবং আখিরাতে সফল হবো । আল্লাহ আমাদের সবার মনের অবস্থা জানেন আমরা কি চাই না চাই আমরা কোন অবস্থায় আছি সবকিছুই তিনি জানেন । আমাদের উচিত একটু ধৈর্য রাখা । আল্লাহতালা আমাদের পরীক্ষার জন্য কষ্ট দিয়ে থাকেন । আবার উনি আমাদের কষ্টকে দূর করে দেবেন । যদি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস , ভরসা এবং ধৈর্য ধরি ।