এক ফরেজগার মহিলা ও ক্ষুধার্ত ভিখারির ঘটনা _ আল্লাহ তায়ালার প্রতি ধৈর্যের ফল ।

একটি গ্রামের পাহাড়ের কিনারায় ছোট্ট বাড়িতে একটি স্ত্রী ও তার স্বামী বসবাস করতো । মহিলা অনেক ফরহেজগার ছিল । আল্লাহর ইবাদত ব্যস্ত থাকতো । কিন্তু তার স্বামী ততোটা আল্লাহর প্রতি ইবাদত করতো না । মহিলা যখন আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকতো তখন তার স্বামী বকতো । তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল এবং স্বামীও বেশি রোজগার করতে পারতো না। সেজন্য স্ত্রী কে বকতো আল্লাহর শুকরিয়া আদায় করতো না। একদিন সন্ধ্যার সময় ঘরে খাবার ছিল না বললেই চলে যা ছিল তা দিয়ে কষ্ট করে একটি মাত্র রুটি তৈরি হলো । তাদের খুব অভাবের সংসার । মহিলাটি ভাবল এই রুটি অর্ধেক তার স্বামীকে দেবে এবং বাকি অর্ধেক তা নিজে খাবে । এমন সময় ঘরের বাইরের দরজায় কেউ টোকা দিল ।
মহিলাটি যখন দরজা খুললো তখন সে জরাজীর্ণ অবস্থায় একটি ভিখারি কে দেখতে পেল । ভিকারি কে দেখে মনে হচ্ছিল সে অনেক দিন খেতে পাইনি । তখন মহিলার মনে অনেক মায়া হল । সে তখন আল্লাহর ভরসায় তার ঘরে থাকা একটি মাত্র রুটি ভিখারিকে দিয়ে দিল । মহিলাটি বিশ্বাস ছিল আল্লাহ তাকে সাহায্য করবে । রাতে যখন স্বামীর ঘরে আসলো তখন সে খাবার চাইলো । তখন সে মহিলাটি অনেক সাহস করে বললো ঘরে একটিমাত্র রুটি ছিল খাবার এর জন্য সেটা আমি এক ভিখারিকে দিয়েছি । কারণ ভিখারি অনেক দিন ধরে খেতে পারে না । আমি আল্লাহর প্রতি ভরসা তাকে খাবার দিয়েছি । কারণ আল্লাহ আমাকে অবশ্যই সাহায্য করবে । 

 স্বামী এ কথা শুনে অনেক ক্ষেপে উঠলো । তাকে অনেক গালাগালি করতে শুরু করলো । এমন সময়ে কে একজন আবার দরজায় টোকা দিতে শুরু করলো । স্বামী যখন দরজা খুললো তখন সে দেখলো একটি হুজুর ব্যক্তি হাতে অনেকগুলো রুটি নিয়ে দাঁড়িয়ে আছে এবং বললো এখানে আঠারোটি রুটি আছে এগুলো সব তোমাদের। গরিবদের খাওয়ানোর উদ্দেশ্যে রুটিগুলো বিতরণ করা হয়েছে । এ নাও তোমাদের ভাগে আঠারোটি রুটি । স্বামী তখন অনেক অবাক হয়ে রুটিগুলো নিয়ে ঘরের মধ্যে গেল । যখন সে মহিলা রুটিগুলো দেখলো তখন সে সঙ্গে সঙ্গে বললো এর মধ্যে দুটি কম আছে। এটা শুনে স্বামী তখন আরো অবাক হয়ে গেল । তাঁকে কিছু জিজ্ঞেস না করে বাইরে এসে হুজুর ব্যক্তিকে জিজ্ঞেস করলো এর মধ্যে দুটো রুটি কম কেন। তখন সে বললো আমি যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন আমার খুব খিদে পেয়েছিল। তাই এখান থেকে দুটো রুটি আমি খেয়েছি আমাকে ক্ষমা করে দাও । তখন স্বামী ঘরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলো তুমি কি করে বুঝলে এর মধ্যে দুটো রুটি কম আছে। তখন মহিলাটি হেসে বললেন আমার আল্লাহ বলেছেনঃ যে আমার রাস্তায় খরচ করবে আমি তাকে ২০ গুণ বেশি দেব । 


স্বামী তখন তার স্ত্রী বিশ্বাস ও আল্লাহর প্রতি ভরসা দেখে অনেক অবাক হয়ে গেলো । তখন সে অনেক কান্নাকাটি করে আল্লাহর কাছে তার গুনাহ মাফ চাইতে লাগলো এবং সে তার ভুল বুঝতে পারলো । আল্লাহর প্রতি বিশ্বাস ও তার উপর ভরসা এবং তার ধৈর্য এ জিনিসগুলো আমাদের থাকে আমরা অবশ্যই দুনিয়া এবং আখিরাতে সফল হবো । আল্লাহ আমাদের সবার মনের অবস্থা জানেন আমরা কি চাই না চাই আমরা কোন অবস্থায় আছি সবকিছুই তিনি জানেন । আমাদের উচিত একটু ধৈর্য রাখা । আল্লাহতালা আমাদের পরীক্ষার জন্য কষ্ট দিয়ে থাকেন । আবার উনি আমাদের কষ্টকে দূর করে দেবেন । যদি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস , ভরসা এবং ধৈর্য ধরি ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.