আন্তর্জাতিক ক্রিকেটে অনেক ব্যাটসম্যান এসেছে আবার চলেও গেছেন । কিন্তু তাদের মধ্যে এমন চার জন বেস্ট মেন রয়েছেন যারা ওডিআই ক্রিকেটে বছরের-পর-বছর নাম্বার ওয়ান ছিলেন । ২০০৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত যাদের রাজত্ব ছিল ওডিআই ক্রিকেটে । এদের মধ্যে ভারতের দুইজন এবং দক্ষিণ আফ্রিকার দুইজন ক্রিকেটার । দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও এবি ডি ভিলিয়াস এবং ভারতের এম এস ধোনি ও বিরাট কোহলি । এম এস ধোনি ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত ছিলেন ওডিআইতে নাম্বার ওয়ান ক্রিকেটার । দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ছিলেন ২০১১ , ১২ ও ১৩ সালের ওডিআই ক্রিকেটে নাম্বার ওয়ান । এরপর তার স্বদেশী এবি ডি ভিলিয়াস একটানা চার বছর ছিলেন ওডিআই ক্রিকেটের নাম্বার ওয়ান ব্যাটসম্যান । তিনি ২০১৪
-২০১৭ সাল পর্যন্ত ওডিআই ক্রিকেটে রাজত্ব করেন । ২০১৮ থেকে ২০২০ সাল এই তিন বছর ভারতের বিরাট কোহলি ওডিআই ক্রিকেটের নাম্বার ওয়ান ব্যাটসম্যান হিসেবে রাজত্ব করেন ।
দিনের হিসেব করলে বেশিদিন নাম্বার ওয়ান ওডিআই ব্যাটসম্যান ছিলেন এবি ডি ভিলিয়াস এবং ভারতের বিরাট কোহলি এরা উভয়ই যথাক্রমে একজন চার বছর এবং একজন তিন বছর । কিন্তু বিরাট কোহলি এখনো খেলা খেলে যাচ্ছেন । তিনি এখনো অবসর নেন নি ।
আমাদের একটা জিনিস মনে রাখা উচিত যে এবি ডি ভিলিয়াস কিন্তু চার বা পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন । আমার কিংবা আপনাদের ধারণা মতে এবি ডি ভিলিয়াস হল ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সেরা ব্যাটসম্যান । তিনি একটানা চার বছর ওডিআই ক্রিকেটের নাম্বার ওয়ান ব্যাসম্যান ছিলেন ।