শ্রীলঙ্কা দেশ _ Sri Lanka l শ্রীলঙ্কা দেশের অদ্ভুত কিছু তথ্য | Amazing Facts Sri Lanka In Bengla



 

Full Video Link : https://youtu.be/KPEM6IqjOF4

শ্রীলংকা এটি দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট দেশ । শ্রীলংকা এশিয়ারএমন একটি দেশ যে দেশে কোন রাজা নেই । দেশের একজন রানী পুরো দেশকে রাজ করছেন । লঙ্কার সরকারি নাম ডেমোক্রেটিক সোসিয়ালিস্ট রিপাবলিকান অফ শ্রীলংকা । এটি দক্ষিণ এশিয়ার একটি দ্বীপ দেশ । ১৯৭২ সালের আগে এ দেশ সিলন নামে পরিচয় ছিলস। ভারতের দক্ষিণ উপকূল হতে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত । প্রাচীন কাল থেকে শ্রীলঙ্কা বৌদ্ধ ধর্মের জন্য তীর্থস্থান হিসেবে পরিচিত ছিল । সিংহলি সম্প্রদায় এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর । নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের সম্বলিত সমুদ্র সৈকত ভূপৃষ্ঠ এবং প্রাকৃতিক ঐতিহ্য শ্রীলঙ্কাকে সারাবিশ্বের পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে । শ্রীলংকা সম্পর্কে জানা-অজানা কিছু প্রয়োজনীয় তথ্য ।



১৫০৫ সালে পর্তুগিজরা সর্বপ্রথম দেশটিতে পৌঁছায় । ১৭ শো  শতাব্দীর দিকে ডাচরা আসে । যদিও ১৭৯৬ সালে দীপ টি  ব্রিটিশ শাসনের অধীনে চলে যায় । ১৮১৫ সালে ক্যান্ডি ব্রিটিশ শাসনের অধীনে এলে দেশটি সম্পূর্ণরূপে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয় । পরবর্তীতে ১৯৩০ সালের দিকে স্থানীয় প্রতিনিধিদের নির্যাতন অত্যাচার এর জন্য স্বাধীনতা আন্দোলন শুরু হয় । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বাধীনতা আন্দোলন জোরদার শুরু হতে থাকে । আন্দোলনের মুখে ১৯৪৮ সালের চৌঠা ফেব্রুয়ারি দেশটি স্বাধীনতা পায় । ১৯৬০ সালে একুশে জুলাই শ্রী মাভো বন্দরনায়েক প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করেন । তিনি ছিলেন সারা পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী । ১৯৭২ সালে শ্রী মাভো বন্দরনায়েক এর প্রতিনিধিত্বে দেশটির সিলন নাম থেকে শ্রীলঙ্কা নামকরণ করা হয় ।



পৃথিবীতে শ্রীলংকা একমাত্র অমুসলিম দেশ যেখানে রেডিও ও  টেলিভিশনে পাঁচ ওয়াক্ত আযান ।  লংকা চা-কফি , নারকেল , রাবার উৎপাদন ও রপ্তানিতে বিখ্যাত।   শ্রীলংকার আয়তন ৬৫ হাজার ৬১০ বর্গকিলোমিটার । আয়তনের দিক থেকে শ্রীলঙ্কা পুরো বিশ্বে ১২০ নম্বরে রয়েছে এবং জনসংখ্যার দিক দিয়ে শ্রীলংকা ৫৭ নম্বরে রয়েছে । দেশটির জনসংখ্যা মাত্র দুই কোটি ১৬ লাখ ৭০ হাজার। লঙ্কার রেডিও স্টেশন কে পুরো পৃথিবীর সবচেয়ে পুরাতন রেডিও স্টেশন মানা হয় । ইউরোপের রেডিও স্টেশন শুরু হওয়ার তিন বছর পর ১৯২৩ সালে শুরু হয় ।



শ্রীলংকার দেশটি পাসপোর্ট দিয়ে ৪৭ টি দেশে ঘুরতে যেতে পারবেন। আপনি যদি কম খরচে খুব সুন্দর একটি জায়গা খোঁজেন তাহলে আপনার জন্য শ্রীলংকা অন্যতম একটি জায়গা । প্রাকৃতিক লীলাভূমি , নয়নাভিরাম সমুদ্র সৈকত দেখতে পারবেন ।


শ্রীলংকার শিক্ষার কথা বলতে গেলে এদেশের পুরো লোকদের এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত লোক হিসেবে মনে করা হয় । এ দেশের শিক্ষার হার শতকরা ৯৯ পার্সেন্ট । দেশটিতে ২০টি বেশি বিশ্ববিদ্যালয় যেখানে উচ্চতর শিক্ষা দেওয়া হযতি। শ্রীলংকার সরকারি ভাষা সিংহলি এবং তামিল । তবে দেশটিতে ইংরেজি ভাষা ও বহুল প্রচলিত একটি ভাষা । দেশটির মোট জনসংখ্যার ৭৫ পার্সেন্ট মানুষ বৌদ্ধধর্মে ১৩ শতাংশ হিন্দু ধর্মে এবং ১০ শতাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী ।



দেশটির সবচেয়ে বড় শহর হল কলম্বো । শহরটি পশ্চিম উপকূলের একটি শহর এবং কালানি নদীর মোহনায় অবস্থিত একটি প্রাচীন সমুদ্র বন্দর । কলম্বো শ্রীলংকার বাণিজ্যিক রাজধানী । শহরটির পূর্ব নাম ছিল  কালান তোতা  । যার অর্থ কালানি নদীর ফেরিঘাট । ১৫১৭ সালে কুতুব হিজরাপর্তুগিজরা কলম্বাসের সম্মানে শহর এর নাম বদলে কলম্বো রাখে । 



শ্রীলংকার গড় তাপমাত্রা ১৬ ডিগ্রী সেলসিয়াস গ্রীষ্মকালে বেড়ে গিয়ে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় । শ্রীলংকা দেশের সবচেয়ে পছন্দের খেলা হচ্ছে ক্রিকেট এবং শ্রীলংকা দেশের ক্রিকেট খেলা কে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় । কিন্তু শ্রীলংকার জাতীয় খেলা ভলিবল ধরা হয় । দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলংকা সর্বপ্রথম থ্রিজি ও ফোর জি ব্যবহার করা হয় । শ্রীলঙ্কা জিডিবি হচ্ছে ৯২ বিলিয়ন ইউএস ডলার । জিডিপির দিক দিয়ে এদেশের অবস্থান ৬৫ নম্বর । শ্রীলংকার জিডিপি ৬০ শতাংশ আসে সারভার সেক্টর থেকে ২৮ শতাংশ আসে কলকারখানা থেকে এবং ১২ শতাংশ আসে কৃষি থেকে । সিংহ কে শ্রীলংকার জাতীয় পশু বলা হয় । শ্রীলংকার পতাকা দেখতে পাবেন একটি সিংহ রয়েছে । আয়রন উড শ্রীলংকার জাতীয় গাছ । শ্রীলংকার জংলি মুরগি জাতীয় পাখি মানা হয় । শ্রীলংকার  কোড হচ্ছে প্লাস ৯৪ । শ্রীলঙ্কাতে ব্যবহৃত টাকাকে শ্রীলঙ্কান রুপি বলে । শ্রীলঙ্কান মানুষের গড় আয়ু ৭৯ দশমিক ৯  শতাংশ যার পুরো পৃথিবীর তুলনায় ১০ পার্সেন্ট বেশি ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.