বনী ইসরাঈলের দুই ব্যক্তি মাছ ধরার কাহিনী । The story of two Israelites fishing.
0
December 25, 2021
বনী ইসরাঈলের দুই ব্যক্তি মাছ ধরার কাহিনী । বনী ইসরাঈলের দুই ব্যক্তি মাছ ধরার জাল নিয়ে নদীতে গেল । এক ব্যক্তি মুমিন । সে আল্লাহকে বিশ্বাস করতো । সব সময় আল্লাহর ইবাদত করত । অন্য ব্যক্তি মুশরিক । আল্লাহকে কখনও বিশ্বাস করতো না । নানান ধরনের মূর্তি পূজা করতো । মুমিন ব্যক্তি বিসমিল্লাহ বলে নদীতে জাল মারলো । কিছুই পেল না । মুশরিক ব্যক্তি নদীতে জাল মারলো , জাল ভরে মাছ উঠলো । আবার মুমিন ব্যক্তি নদীতে জাল মারলো , একটা ছোট মাছ উঠলো । মাছটি হাড়িতে রাখলো , লাফালাফি করতে মাছটি আবার নদীতে পড়ে গেল ।মুশরিক ব্যক্তি আবার জাল মারলো অনেক মাছ পেল । তার হাড়ি মাছে ভরে গেল । মুমিন ব্যক্তি আবার বিসমিল্লাহ বলে নদীতে জাল মারলো। এবারও কিছুই পেল না ।এভাবে বিকাল হয়ে গেল । দুজনেই বাড়ি চলে যাচ্ছে । কিন্তু ফেরেশতা বেচারা আর সহ্য করতে পারলো না । সে আল্লাহর কাছে জানতে চাইলো , হে আল্লাহ ব্যাপারটা বুঝতে পারলাম না । বেচারা কাফের মুশরিক সে কতগুলো মাছ পেল , আর মমিন লোকটা একটা মাছও পেল না । যাও একটা পেল তাও চলে গেল ।
আল্লাহতালা তখন ফেরেশতা কে বললো । যাও ওই ঘরের দরজা খোলো , এটা মুশরিক ব্যক্তির ঘর । ফেরেশতা দরজা খুলে দেখলো ঘরের ভিতর সাপ , বিচ্ছু , কাটা আর নানাবিধ খারাপ জিনিস । এবার আল্লাহতালা বললো যাও ওই ঘরের দরজা খোলো । এটা মুমিন ব্যক্তির ঘর । দরজা খুলে দেখলো ফেরেশতা ঘরে নাজ নেয়ামত এর অভাব নেই। সাজানো-গোছানো জান্নাতের বালাখানা ।
আল্লাহ তাআলা বললো-হে ফেরেশতা মুমিন ব্যক্তিকে আমি দুনিয়াতে পরীক্ষা করি । সে কি করে কার উপর ভরসা করে ইত্যাদি । মুমিনের জন্য যা রেখেছি তা যদি তারা দেখতো তাদের দিল ফেটে যেতো ।
কাফিরের জন্য যা সামান্য দুনিয়াতেই , আখিরাতে কিছুই নেই । আল্লাহ তা'আলা আমাদের সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আমিন ।
Tags