আধুনিক হচ্ছি 
 ততই আমাদের
 বিবেক ,মনুষত্ব
 সততা , চরিত্র 
 পৃথিবী থেকে 
 হারিয়ে যাচ্ছে । 
 আমরা ইহকাল কে আপন করে নিয়েছি ভুলে গেছি পরপারের কথা ।
তাইতো নানান ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে প্রতিদিন ।
কোন কাজ ভালো আর কোন কাজ মন্দ আমরা যেন সেটা
 সঠিক ভাবে বেছে নিতে পারছিনা ।
আমরা দুনিয়ার শেষ জমানায় চলে এসেছি । 
আমাদের পবিত্র কোরআনের কথাগুলো 
বাস্তব রূপ নিচ্ছে আমাদের এই দুনিয়াতে । 
হাজার হাজার বছর আগে লিখে যাওয়া
কোরআনের বাক্য আজ সত্যি হচ্ছে আমাদের জীবনে । 
আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়াতে কোরআনের পথে
 চলার তৌফিক দান । আমরা যাতে দুনিয়াতে আমাদের মনুষ্যত্ব এবং বিবেককে 
সঠিকভাবে কাজে লাগাতে পারি । সমস্ত খারাপ বর্জনবর্জন করতে  পারি ।
করুন আমিন ।
