আমীন 
পুড়ে যাওয়া লঞ্চে বেঁচে যাওয়া একজন যাত্রীর কথা। জীবন কতটা বিচিত্র বেঁচে থাকার আলো নিবে গিয়েও জ্বলে উঠে ?
1
December 25, 2021
বেঁচে যাওয়া এক নারী জানান, আগুন যখন এখানে আসছে, আমি ঘুমে ছিলাম, বিকট একটা শব্দ আসছে, আমার ছেলে ১৩ বছর বয়স, এ বছর এইটে পরীক্ষা দিছে।
ওরে আমি উঠাইছি। 
ও তো লম্বা হয়ে গেছে, ওরে টাইন্না এইখান থেকে ওইখানে নিছি। মানুষ আর মানুষ। ছেলে তো সাঁতার জানে না, যখন সবাই লাফ দেয়, আমার তো লাফ দেওয়ার সাহসই নাই, ছেলে বাঁচবে না, আমি বেঁচে কী করব?”
“আমরা দোয়া কালাম পড়ে রেডি হইছি, বাচ্চারে কোলে নিছি, আর কোনোদিন দেখা হবে না। কেয়ামতের দিন দেখা হইলে বাবা, তোমারে ভালো রেজাল্টের জন্য কত মারছি, তুমি আমারে ক্ষমা কইরে দিও। 
আমার ছেলে অমারে ধইরে বসছে চুমু দিয়া, বলে ‘আম্মু, তোমারে ছাড়া বাঁচব না’। ও লাফ দিছে, আমি বোরকা ছিড়ড়া ঝাঁপ দিছি। আমি মনে হয় ৫ ফুট না কয়ফুট গেছি জানি না, হঠাৎ কইরা ভাইসা উঠছি, সাঁতার দিয়া ছেলেরে ধরছি।
শেষ পর্যন্ত নদীতে লাফ দিয়ে বেঁচে যান ওই নারী ও তার ছেলে।  পুড়ে যাওয়া লঞ্চে  বেঁচে যাওয়া একজন যাত্রীর কথা।
জীবন কতটা বিচিত্র বেঁচে থাকার আলো নিবে গিয়েও জ্বলে উঠে ? 
আল্লাহ তা'আলা মরে যাওয়া সকলকে জান্নাত নসীব করেন ।
Tags

  
  
 
  
 
 
 
 
 
Nice bro
ReplyDelete