আগামী বছার ২০ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের অষ্টম আসর। করোনার জন্য এক বছর বিরতি ছিল বিপিএল । ২০ই জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। যদিও গত বছর করোনা ভাইরাসের কারণে দেশের ক্রিকেটারদের নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ।
তবে সেখানে ছিল না বিপিএলের অন্যতম সেরা ফেভারিট দল কুমিল্লা ফ্রাঞ্চাইজি। দুই বছর বিরতি দিয়ে আবারও বিপিএলে ফিরছে কুমিল্লা। ইতিমধ্যেই দল গঠন করতে শুরু করে দিয়েছে তারা। বিপিএলের দুই বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের দলে আইকন ক্রিকেটার হিসেবে রাখছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালকে।
তবে আরো বড় ধরনের চমক থাকছে কুমিল্লার পক্ষ থেকে। জানা গেছে দক্ষিণ আফ্রিকায় বিধ্বংসী ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিকে দলে টানছে তারা। গতবছর করোনা ভাইরাসের সময় তামিম ইকবালের ফেসবুক লাইভ অনুষ্ঠানে বিপিএলের খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন ফাফ ডু প্লেসি।
তারই ধারাবাহিকতায় কমিল্লা জার্সিতে দেখা যাবে তাকে। ইতিমধ্যেই এই ব্যাপারে তাকে প্রস্তাব দিয়েছে কুমিল্লা। জানা গেছে সেই প্রস্তাবে সাড়া দিয়েছেন তিনি। সব কিছু ঠিক থাকলে আবারের আসরে দেখা যাবে দক্ষিণ আফ্রিকায় বিধ্বংসী ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিকে ।