Brides for sale Bulgaria's Roma marriage market | Bridal Market | মেয়েদের বেচা কেনা বাজার বুলগেরিয়া |
1EQBAL SHAKDecember 11, 2021
বুলগেরিয়া দেশে একটি অদ্ভুত মেলা হয়ে থাকে । কুমারী মেয়েদের বিক্রি করা হয় সেই মেলায় । দেড় শতকের বেশি সময় ধরে চলছে এই প্রথা । এটি তাদের প্রাচীন একটি সংস্কৃআতি। বাবা-মা নিজে দাঁড়িয়ে থেকে মেয়েদের জন্য দর হাকেন । দরদাম ঠিক হয়ে গেলে শুভ লগ্ন । বিবাহের উৎসুক মহিলাদের বিক্রি করা হয়ে থাকে এই মেলায় , তবে শর্ত হচ্ছে মেয়ে অবশ্যই কুমারী হতে হবে । কুমারীত্ব নষ্ট মেয়ে মেলায় নিষিদ্ধ । সদ্য যৌবনপ্রাপ্ত মেয়ে থেকে শুরু করে বিভিন্ন বয়সের মহিলারা অংশগ্রহণ করে থাকেন এই মেলায় । শুদু মাত্র তাদের জীবন সঙ্গীকে বেছে নেওয়ার জন্য । প্রতিবছর এই মেলায় তারা এভাবে গ্রহণ করে থাকেন । বুলগেরিয়ার স্টার জাগর নামে রমা জনগোষ্ঠীর নারীরা এভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে থাকেন । তারা মেলায় এসে নাচ গানে মেতে ওঠেন আনন্দ উৎসবের মাধ্যমে তারা মেলা থেকে তাদের জীবন সঙ্গীকে কিনে নিয়ে থাকেন ।
বুলগেরিয়াতে স্টার জাগর মার্কেট রয়েছে.। যেখানে রমা সম্প্রদায় গরিব বাবা মায়েরা নিজেদের মেয়েদের হাটে তুলেতে। এই জন্য মেয়েদের বিয়ের সব খরচ বাবা-মাকে বিয়ে থেকে ঐ সম্প্রদায়ের একটি ইউনিয়ন ।বিবাহের উপযুক্ত ছেলেরা কনে পছন্দ করতে আসেন এই হাটআই। মূলত ১৩ থেকে ২০ বছর বয়সী মেয়েদের চাহিদা এই বাজারে অত্যন্ত বেশি । এ বাজারের কনের বয়স যত কম তাদের দর ও বেশিঅ, আর বয়স যাদের বেশি তাদের দর কম । বছরে অন্তত চারবার এই ধরনের মেলা আয়োজন করা হয় সকাল থেকে । সকাল থেকে মেয়েদের কে সাজিয়ে গুজিয়ে বাবা-মায়েরা হাজির হন মাঠে ।
যে বাবা মারা একটু বেশি পয়সা খরচ করেন তাদের মেয়েদেরকে মঞ্চে তোলা হয় । বাকিরা মাঠে থাকেন ।
আর নিলাম হাকানোর পর মেয়েদের জন্য যে পুরুষ বেশি অর্থ দিতে রাজি হয় তার হাতেই তুলে দেওয়া হয় । তবে এ ধরনের বিয়েতে রোমা সম্প্রদায়ের মেয়েরা কতটুকু খুশি হয় সেটা কিন্তু একেবারেই আমলে নেন না তাদের বাবা-মা এরা। মূলত এই রোমা সম্প্রদায়ের বাবা-মায়েরা অর্থের মাপকাঠিতে সবকিছু বিচার করেন। যার কারণে নিজের মেয়ে ও তাদের কাছে ব্যতিক্রম কিছু নয় ।
তবে হ্যা বিয়ের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো কনের এর কুমারীত্ব । আর কুমারীত্ব হারিয়ে ফেললে তাকে কেউ দাম দিয়ে কিনবেন না । আড়াই লক্ষ টাকা থেকে সাড়ে চার লক্ষ টাকা পর্যন্ত মেয়েদের দাম ওঠে এই বাজারে । কম বয়সী সুন্দরী মেয়েদের দাম সবচেয়ে বেশি এখানে । তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে পছন্দের কোন দাম নেই এই সম্প্রদায়ের মেয়েদের । যে ছেলে দাম বেশি দেবে তাকে পছন্দ না হলেও সারা জীবন তার সাথে কাটাতে হবে । আর যদি মেয়ে ভার্জিন না হয় তবে তার জন্য চরম তিরস্কার এবং জরিমানা শিকার হতে হয় বাবা-মাকে । তাম্ম লিপির যুগ থেকে ঐতিহ্যগতভাবে মেয়েদের বিয়ে দিয়ে আসছেন বুলগেরিয়ার প্রাচীন রোমান সম্প্রদায়ের পরিবাররা ।
নিজেদের ঐতিহ্য রক্ষার কথা ভেবে এভাবে নিজেদের মেয়েদেরকে হাটে তুলছেন পিতা-মাতারা । তারা মনে করেন যদি এই ঐতিহ্য থেকে তারা বেরিয়ে যান তাহলে তাদের সম্প্রদায় একদিন বিলুপ্ত হয়ে যাবে ।
Good
ReplyDelete