কোনো চমক এছাড়া নিউজিল্যান্ডের সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষনা । স্কোয়াডে আছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ।



প্রতিকূলতার মধ্যে দিন পার করছে বাংলাদেশ ক্রিকেট একেবারে সুখকর সময়টা যাচ্ছে না একের পর এক সিরিজ হার । একের পর এক উল্টাপাল্টা সিদ্ধান্ত ক্রিকেটমহলের নীতি নির্ধারকেরা  বাংলাদেশ ক্রিকেট কে  সর্বনাশ করে  দিচ্ছেন ।  নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ- আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ এর অন্তর্গত। নিউজিল্যান্ডে দুই টেস্টের জন্য যাচ্ছেন সাকিব আল হাসান।  ঘোষিত স্কোয়াডে আছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ; সাকিব ছুটি চেয়েছিলেন বলে ক্রিকেট অঙ্গনে গুঞ্জন উঠেছিল তাছাড়া অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে স্কোয়াডে থাকা নাঈম শেখ অভিষেকের দীর্ঘ অপেক্ষা নিয়ে যাবেন নিউজিল্যান্ড সফরে। পাকিস্তান সিরিজে অভিষিক্ত ইয়াসির আলী রাব্বি মাহমুদুল হাসান যাবেন নিউজিল্যান্ডে।



বিসিবির ঘোষিত এই দলে জায়গা হয়নি ওপেনার সাইফ হাসানের। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথমটি খেললেও মিরপুরে দ্বিতীয় টেস্টে টাইফয়েডের জন্য দলে ছিলেন না সাইফ। এবার বাদ পড়লেন নিউজিল্যান্ড সিরিজেও। এছাড়া বাংলাদেশ দলে কোনো চমক নেই। পাকিস্তান সিরিজের দলই যাবে এই সিরিজে।



 

আগামী জানুয়ারির তারিখ ওভালে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। এরপর ১৩ জানুয়ারি ক্রাইস্টচার্সের হেগলি ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট।

 

বাংলাদেশ দল: মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ শহিদুল ইসলাম।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.