মৃত্যু আর বিয়েতে মানুষের কী অদ্ভুত মিল । What a strange resemblance between death and marriage.


মৃত্যু আর বিয়েতেকী অদ্ভুত মিল
তোমার পাল্কি উঠলোআমার খাটিয়া উঠলো



ফুল তোমার উপরেও ঝরলোফুল আমার উপরেও ঝরলো


তফাত শুধু এটুকুই ছিলো,তুমি সেজে গেলে

আমাকে সাজিয়ে নিয়ে গেলো
তুমিও নিজের ঘরে চললেআমিও নিজের ঘরেই চললাম!
তফাত শুধু এটুকুই ছিলো - তুমি নিজেই উঠে গেলে!আমাকে উঠিয়ে নিয়ে গেলো


মাহফিল ওখানেও ছিলোলোকজন এখানেও ছিলো
তফাত শুধু এটুকুই ছিলো - ওখানে সবাই হাসছিলোএখানে সবাই কাঁদছিলো!


কাজী ওখানেও ছিলোমৌলভী এখানেও ছিলো
দুটো আয়াত তোমার জন্যে পড়লোদুটো আয়াত আমার জন্যে পড়লোতোমার বিয়ে পড়ালোআমার জানাজা পড়ালো!
তফাত শুধু এটুকুই ছিলো - তোমাকে করলো আপনআমাকে করলো দাফনকিসের গরব কিসের অহংকার দুই দিনের এই দুনিয়ায়। একদিন শূন্য হাতে খালি পায়ে চলে যাবেন পরপারে। সঙ্গী হবে না দুনিয়ার আপনার সকল ধন-দৌলত টাকা-পয়সা ঘরবাড়ি। কে ধনী কে গরীব সে ভেদাভেদ তখন আর থাকবেনা। সবারই জায়গা হবে সাড়ে তিন হাত মাটির নিচে। আল্লাহ সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.