করো'নার কারণে গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) মাঠে গড়ায়নি। এ বছরও হচ্ছে না
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটি। সব ঠিক থাকলে ২০২২ সালের জানুয়ারিতে মাঠে গড়াবে বিপিএলের অষ্টম আসর। সাতটি দল নিয়ে টুর্নামেন্টটি আয়োজন করা হবে ।
২০১৯–২০ মৌসুমে বিপিএলে অংশ নেওয়া সাতটি দল হলো খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, ঢাকা প্লাটুন,
কুমিল্লা ওয়ারিয়র্স, রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার্স।
তবে গত মৌসুমের বিপিএল মাঠে না গড়ালেও বিপিএলের আদলে পাঁচ দলের ব'ঙ্গবন্ধু টি-টোয়েন্টি
লিগ আয়োজন করেছিল বিসিবি, যেখানে ছিল না কোনো বিদেশি ক্রিকেটার। এবার অবশ্য বিদেশি
ক্রিকেটারসহ পুরোদমে বিপিএল আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিসিবি। সেক্ষেত্রে ২০১৯-২০ বিপিএলে খেলা দলগু'লোকে নিয়েই এবারের আসর মাঠে গড়াবে।
কেননা ২০১৯-২০ মৌসুমে বিপিএলে অংশ নেওয়া সাত দলের স'ঙ্গে এক বছরের জন্য চুক্তি আছে বিসিবির। সেক্ষেত্রে পরবর্তী বিপিএল অংশ নেওয়ার কথা ছিল তাদের।
কিন্তু করো'নার কারণে এবং এ বছর বিপিএল হয়নি আবার মুজিব বর্ষ উপলক্ষে ব'ঙ্গবন্ধুর নামে দেশীয় ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট আয়োজন করে বিসিবি। এক্ষেত্রে আগের চুক্তি অনুযায়ী এবারও থাকবে আগের ৭ দল।
খুলনা টাইগার্সকে হারিয়ে ২০২০ সালের বিপিএল শিরোপা জিতেছিল আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যালস।
দল চূড়ান্ত হলেও অবশ্য আইকন ক্রিকেটার ও প্লেয়ার ড্রাফটের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে সব ঠিক থাকলে ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট
Bangladesh did not play in the Premier League (BPL) last year due to Korona. Not even this year
The franchise-based tournament. If all goes well, the eighth edition of BPL will be held in January 2022. The tournament will be organized with seven teams.
The seven teams participating in the BPL in the 2019-20 season are Khulna Tigers, Chittagong Challengers, Rajshahi Royals, Dhaka Platoon,
Comilla Warriors, Rangpur Rangers, Sylhet Thunders.
However, last season's BPL was not played on the field, but in the form of BPL, the five-team Bangabandhu T20
The league was organized by the BCB, where there were no foreign cricketers. This time, of course, foreign
BCB is moving ahead with the plan of organizing BPL in full swing including cricketers. In that case, this year's event will be played on the field with the teams playing in 2019-20 BPL.
Because the BCB has a one-year contract with the seven teams participating in the BPL in the 2019-20 season. In that case they were supposed to take part in the next BPL.
But because of Korona and this year BPL did not happen again on the occasion of Mujib year, BCB organized a tournament with local cricketers in the name of Bangabandhu. In this case, according to the previous agreement, the previous 6 teams will be again.
Andre Russell's Rajshahi Royals won the 2020 BPL title by defeating Khulna Tigers.
Although the team is final, the day of the icon cricketer and player draft is not final. The idea is that if all goes well, the player draft will be held in December