অহংকারের_কিছু_নমুনা_নিম্নেরুপ!!
জিন টাইটান, টাইটানিক বানানোর পর বলেছিল, পৃীথিবীর কোন শক্তি নেই টাইটানিককে ডোবাবে। মহান আল্লাহ সামান্য দুর্বল বরফের সাথে ধাক্কা লাগিয়ে বিশাল এই জাহাজকে ডুবিয়েছিলেন।।
বাদশা আব্রাহা বলেছিল, পৃীথিবীর এমন কোন শক্তি নেই যে আমার বিশাল হস্তিবাহিনীর সাথে মোকাবেলা করে কাবা ঘরকে রক্ষা করবে, মহান আল্লাহ পৃীথিবীর সবচেয়ে ছোট পাখি দ্বারা আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করেছিলেন।।
সর্বকালের সেরা অহংকারী ফেরাউন মুসা আঃ কে মারার জন্য ছুটে গেলে, আল্লহ রাব্বুল আলামিন তাকে স্বদলবলে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছিলেন এবং আল্লাহ বলেছিলেন তোমার দেহকে আমি সংরক্ষণ করে রাখব নিদর্শন স্বরুপ। কিয়ামত পর্যন্ত তার লাশ এই ভাবে থেকে যাবে।।
আল্লাহর সাথে পাল্লা দিয়ে শাদ্দাত বেহেস্তো বানিয়েছিল কিন্তুু মহান আল্লাহ তাকে সেই বেহেস্তে প্রবেশ করতে দেননি।এক পা রাখার পর মৃত্যু হয়েছিল।
আল্লাহ্কে_ভয়কর_মৃত্যুর_জন্য_প্রস্তুত_হওঃ-
পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমিতো সেই ঘরের মালিক নই।।
অহংকারে ঈমান নষ্ট কোরআনে-তে পাওয়া যায়, অহংকার করনা তোমরা দুনিয়ায়।।
আমার আমার কর'রে মন, আমিতো আর আমার না। এই মাটির দেহ মাটি খাবে,মাটিই হবে বিছানা।।
এই মাটিই তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। মাটি দিয়ে গড়া ছিল তোমার দেহ খানি,
মাটির পরশ পেয়ে তুমি করছো জিন্দিগানি।।
এই মাটির বুকে থাকবে যে চোখ করছো কত বাসনা।।
এ পৃথিবীর মায়ায় পড়ে,থাকিস নারে ভুলে।
কখন জানি মায়ার বাঁধন যাবেরে তোর খুলে,
পড়ে রবে শুধুই প্রাসাদ,"সাধের এই বালা খানা।।
কচু পাতার পানির মতো ক্ষণস্থায়ী জীবন,
কেউ জানে না কখন যে তাঁর আসবেরে মরন।
জীবনের এই পরিণীতি ভুলে যাওয়া যাবে না।
এই মাটি তোর সঙ্গের সাথি মাটি তোর বিছানা,
মাটি দিয়ে গড়া ছিল,, তোমার দেহ খানা।।
আমাদের সকলের উচিত হিংসা অহংকারকে মন থেকে তাড়িয়ে দেয়া এবং মানবতার সেবা করা।
""আমীন""