সুপারস্টার অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো টি২০ থেকে অবসরের ঘোষণা ।


 

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবার সুপার টুয়েলভেই বাদ পড়েছে। বাদ পড়ার পরপরই অবসরের ঘোষণা দিয়েছেন দলটির সুপারস্টার অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।

অবসরের ঘোষণা দিয়ে ব্রাভো বলেন, 
আমার মনে হয় সময়টা এসে গেছে। আমার ভালো এক ক্যারিয়ার ছিল। অনেক উত্থানপতন নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৮ বছর প্রতিনিধিত্ব করেছি, এই অঞ্চল ও ক্যারিবীয় মানুষদের প্রতিনিধিত্ব করতে পেরে আমি কৃতজ্ঞ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯০টি টি-টোয়েন্টি খেলে ১২৪৫ রান করেছেন ব্রাভো, উইকেট শিকার করেছেন ৭৮টি। তিনি অনেক টি২০ লীগ খেলেছেতি। IPL, BPL,CPL,BBL,PCL  আরও অনেক টি২০ লীগ খেলেছেণ এ সুপারস্টার অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ।


জন্ম: ৭ অক্টোবর, ১৯৮৩ (বয়স ৩৮ বছর), সান্তা ক্রুজ, ত্রিনিদাদ এবং টোবাগো
জাতীয়তা: ত্রিনিদাদীয়
উচ্চতা: ১.৭৫ মি

"শুভ কামনা" রইল ডোয়াইন ব্রাভো ।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.