বাংলাদেশ ৮৪ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে ।


 বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপের  ৩০ তম ম্যাচ । টসে জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায় । ওপেন করতে নামেন নাইম শেখ ও লিটন দাস । তাদের জুটিতে আসে ২২ রান ।  ৯ রান করে রাবাদার বলে নাঈম শেখ সাজঘরে ফেরেন । নাঈম শেখের বিদায়ের পর ব্যাট করতে আসেন সৌম্য সরকার । সৌম্য সরকার তার রানের খাতা না খুলতেই রাবাডার বলে লেগ বিফোর উইকেট হয়ে ওয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন  । এরপর মুশফিকুর রহিম ব্যাট করতে নামেন তিনি ও শূন্য রানে সাজঘরে ফেরেন একই বোলারের বলে ।  এরপর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ উইকেটে আসেন । তিনি  ও সুবিধা করতে পারেননি ,9 বল খেলে তিন রান সংগ্রহ করে  ক্যাচ আউট  হয়ে ফিরে যান ।এরপর লিটন দাস কিছুটা উইকেট কে আগলে রাখেন । তিনিও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি । ৩২ বলে ২৪ রান করে সামশির বলে লেগ বেফোরে উইকেট হন । এরপর শামীম হোসাইন এবং মাহাদি হাসানের দৃরতাই  বাংলাদেশ ৮৪ রানের টার্গেট দিতে পারে দক্ষিণ আফ্রিকাকে ।বাংলাদেশ অলআউট হয় ১৮.২ ওভারে ।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.