যাদের টাকা দিয়ে নিজেদের বেতন নেন
যারা আপনাদের পাশে থাকে বলে এতো বড় সেলিব্রেটি হয়েছেন।
যারা দিনে ৪০০/৫০০ টাকা আয় করে ৭০০/৮০০ টাকা দিয়ে আপনাদের জার্সি কিনে।
দিনের টাকা আয় বাদ দিয়ে কাজ বাদ দিয়ে বসে আপনাদের খেলা দেখে আপনাদের সমর্থন করে। তাদের আয়নায় মুখ দেখতে বলেন
কি চেয়েছি আমরা আপনাদের কাছ থেকে একটু ভালো খেলবেন তাই বলে
আপনারা কি জন্য খেলেন টাকার জন্য? আজ টাকা কম হলে রাস্তায় নেমে আন্দলোন করতে পারবেন।আপ্নারা খারাপ খেলায় কেও কিছু বলতে পারবে না।আপনাদের কি হারলেও টাকা পাচ্ছেন ঠিক।
কখন ও ভেবে দেখেছেন যে ছেলেটি আপনারা জিতবেন বলে বসের সাথে রাগা রাগি করে অফিস থেকে চলে এসেছে হারের পর কি বলবে কোন মুখ দেখাবে তাদের সামনে। তার চাকরি গেলে কে দিবে তার চাকরি। পরিক্ষা জেনে পড়তে না বসা ছেলেটা হারের পর কি উত্তর দিবে তার মা কে
জানি এরপরে বলবেন আমরা কি বলেছি আপনাদের খেলা দেখতে জানি এমনি বলবেন সামনে।
কিন্তু মনে রাইখেন কাদের কি বলছেন যাদের টাকা দিয়ে আপনার পরিবার নিয়ে পাচতারা হটেলে যান তারা কথা বললে আপনার পরিবারের গায়ে লাগে আর তাদের কষ্টের টাকা দিয়ে আরাম করতে খুব ভালো লাগে তাই না।
অনেক দেরিতে হলে ও আর পোস্ট না করে থাকতে পারলাম না। যাদের জন্য আমরা এতো ত্যাগ করি তারা যখন বলে আমাদের আয়নায় মুখ দেখতে কি আর বলার থাকে কাদের খেলা দেকলাম পড়ালেখা বাদ দিয়ে ,ধন্যবাদ বাংলাদেশের ক্রিকেট বোর্ড ধন্যবাদ বাংলার কাপ্তেন , এভাবেই দেশের বাশ দিতে থাকো কেও কিছু বলবে না তোমাদের।
লেখক : তরিকুল ইসলাম মিলন