Video Link : https://youtu.be/hCjopiu3MC0
নায়েগ্রা জলপ্রপাত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত । এর হৃদয় ছোঁয়া সুন্দর্য দেখতে সারাবছর ভিড় করেন পর্যটকরা । নায়েগ্রা মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখে । ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে জলপ্রপাতের বৈচিত্র্যময় দেখার পর সেখান থেকে আসতে মন চায় না । সূর্য উদয়ের একরূপ রাতে অন্যরূপ দুপুরে প্রখর সূর্যের আলোয় কিনভা গোধলিতে আবার আরেক রূপ । তবে রাতে যখন চারিদিকে আলো জ্বলে ওঠে তখন এ যেন এক স্বপ্নপুরী ।
নায়েগ্রার পানি কিভাবে নিচে পড়ছে তা খুব কাছ থেকে দেখা যায় । সে পানি নিচে পড়ার আগে বাষ্প হয়ে ধোঁয়াই আচ্ছন্ন করে ফেলে । সে ধোঁয়াই যখন সূর্যের আলো পড়ে তখন সেখানে সৃষ্টি হয় রংধজখন। সে অপরূপ সৌন্দর্য দেখতে আসা পর্যটকরা বাতাসে ভেসে আসা সেই জলকণায় ভেজেন্ ।
জলপ্রপাতের চারিদিকে দল বাধা সিগালদের ওড়াউড়ি ধু ধু বাতাস আর পানি পড়ার শব্দ সেখানে মায়াবী এক পরিবেশের সৃষ্টি করে ।
নায়েগ্রা জলপ্রপাত কানাডার অন্টারিয় দক্ষিণ-পূর্ব ও আমেরিকার নিউইয়র্ক অঙ্গরাজ্যের উত্তর-পশ্চিমে অবস্থিত । এদের লেকের চলরাশির নায়াগ্রা নদীর উৎপত্তিস্থলে দু ভাগে বিভক্ত হয়ে বড় অংশটি নায়াগ্রা জলপ্রপাত এবং ক্ষুদ্র অংশটি আমেরিকান জলপ্রপাতে সৃষ্টি করেছে । জলপ্রপাতে প্রতি সেকেন্ডে প্রায় ১৫ লাখ গেলেন পানি নিচে পড়ে যা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায় ।
উপর থেকে যেমন জলপ্রপাত দেখা যায় তেমনি নৌকায় করে কাছ থেকে দেখার ব্যবস্থা রয়েছে । আমিরিকা নায়াগ্রা নদীতে নৌকা ভ্রমণের মাধ্যমে ঝর্ণাটি সবচেয়ে কাছ থেকে দেখা যায় । মেইড অফ দি মিষ্ট নামে এক ধরনের নৌকা পর্যটকদের এই অপার সৌন্দর্যের সান্নিধ্যে নিয়ে যায়।
নায়েগ্রা দেখতে পর্যটকদের ভিড় সারা বছর লেগে থাকে । প্রতি বসর ৩ কোটি মানুষ নায়াগ্রা জলপ্রপাত দেখতে আসেন । সময় হলে আপনি একবার ঘুরে আসতে পারেন নায়াগ্রা জলপ্রপাত । হতেও পারে এই স্মৃতটাই আপনার জীবনে অন্যতম উজ্জ্বল স্মৃতি হয়ে থাকবত্তা। নায়াগ্রা দেখার উপযুক্ত সময় হল গ্রীষ্ম ও বসন্তকাল ।