আইসিসি টি-টোয়েন্টি র্র্যাংকিংয়ে আরো একধাপ অবনতি হল বাংলাদেশের। অনিশ্চিত আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ । আগামী বিশ্বকাপে ও বাছাই পর্বে অংশ গ্রহন করতে হবে ।



ইসিসি টি-টোয়েন্টি র্র্যাংকিংয়ে আরো একধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর আইসিসি টি-টোয়েন্টি র্র্যাংকিংয়ে ৮ নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর আইসিসি টি-টোয়েন্টি র্র্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠে গিয়েছিলো বাংলাদেশ।

কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। প্রথম ম্যাচেই স্কটল্যান্ড-এর বিপক্ষে হারের কারণে বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়ে টাইগাররা। এরপর ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় তুলে নেয় বাংলাদেশ।
মূল পর্বের প্রথম ম্যাচেই আবার শ্রীলঙ্কার বিপক্ষে হারে বাংলাদেশ। এরপর ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের বিপক্ষে হারের পর এই মুহূর্তে আইসিসি টি-টোয়েন্টি র্র্যাংকিংয়ে ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। বাংলাদেশের পরে রয়েছে শ্রীলংকা। উপরে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

২৭৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড। ভারতে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে গেছে পাকিস্তান। ২৬৫ রেটিং পয়েন্ট তাদের। ২৬২ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভারত। ২৫৭ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড। পঞ্চম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ২৫০। অস্ট্রেলিয়ার ২৪৩ এবং আফগানিস্তানের রেটিং পয়েন্ট ২৩৫।




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.