আমাজন বন | রহস্যময় অ্যামাজন বন | আমাজন জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী | Amazon: Amazon Rainforest


                                               Video  Link :    https://youtu.be/B6TYiO-5QBM

অ্যামাজন রেইনফরেস্ট বা অ্যামাজন জঙ্গল শুধু পৃথিবীর বৃহত্তম বনাঞ্চলই না, জীববৈচিত্র্যের ঘণত্বের বিচারেও শীর্ষস্থানের অধিকারী। অর্থাত এই বনে প্রতি বর্গমিটারে যে সংখ্যক প্রজাতির উদ্ভিদ প্রাণী রয়েছে তা আর কোথাও চোখে পড়বে না।


প্রায় সাড়ে পাঁচ কোটি বছরের পুরনো এই জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে গেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। এই অ্যামাজন জঙ্গল আয়তনে এত বড় যে রাজনৈতিকভাবে এর ওপর নিয়ন্ত্রণ রয়েছে নয়টি দেশের। 


তবে বাণিজ্যিক কারণে নিয়মিত এই বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকা উজাড় কার হচ্ছে। যার পরিণতিতে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষনের ক্ষমতাও পৃথিবীর ক্রমেই হ্রাস পাচ্ছে।

জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যে বিষয়টা মরার ওপর খাড়ার ঘায়ের মত অবস্থা তৈরি করেছে। বিশ্বের বৃহত্তম এই জঙ্গল নিয়ে আপনাদের বিস্তারিত জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে।

 

দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন বন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল। আমাজন নদীই আমাজন বনের জীবনীশক্তি। মহাবন আমাজন টি দেশের প্রায় ৭০ লক্ষ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।


আয়তনের দিক থেকে আমাজন বাংলাদেশের তুলনায় ৩৮ গুণ বড়। সমগ্র পৃথিবীতে যত রেইনফরেস্ট আছে তার অর্ধেকই হল আমাজন। এই বনে ৪০ হাজার প্রজাতির প্রায় হাজার ৯০০ কোটি বৃক্ষ রয়েছে। পৃথিবীর মোট অক্সিজেনের ২০ শতাংশ উৎপাদিত হয় আমাজন বনে। সে কারনে একে পৃথিবীর ফুসফুস বলা হয়।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.