বাংলাদেশ দল মাশরাফির নেতৃত্বে গোছালো একটা দল ছিলো, কিন্তু বোর্ডের ভুল সিদ্ধান্ত আর কোচের স্বেচ্ছাচারী মনোভাব, বাংলাদেশের ক্রিকেটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এই দল কে আবার এক সূতায় গাঁথার জন্য এক জন মাশরাফির প্রয়োজন।
দলের সাফল্যের জন্য দরকার ভালো মানের একজন নেতা। কারণ একজন নেতা সুন্দরভাবে পরিচালনা করতে পারে একটি দলকে । বর্তমান বাংলাদেশ ক্রিকেট দলের একজন নেতার অভাব রয়েছে। নেতৃত্তের অভাবে ধুঁকছে বাংলাদেশ। বাংলাদেশের সাফল্য এসেছিল মাশরাফির হাত ধরে।
মাশরাফির আমলে বাংলাদেশ ক্রিকেট দল অনেক সাফল্য অর্জন করে বিশেষ করে ওডিআই ৫০ ওভারের ক্রিকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেটের সাফল্য অর্জন করে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট যেন হয়ে গেছে জিম্বাবুয়ের থেকে ও নিম্নমানের। বেশিদূর আপনাদের যেতে হবে না সদ্যসমাপ্ত পাকিস্তান সিরিজের দিকে তাকালেই বুঝতে পারবেন বাংলাদেশের ক্রিকেট কতটা নিচে নেমে গেছে।
ঘরের মাঠে পাকিস্তানের সাথে 3 - 0 তে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। অভিজ্ঞ ক্রিকেটার কে বসিয়ে অনভিজ্ঞ ক্রিকেটার দিয়ে দল তৈরি করে খেলিয়েছেন পাকিস্তানের সিরিজ। ফলাফল বাংলাদেশ হোয়াইটওয়াশ। এখনো সময় আছে বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাতে হলে মাশরাফির মত একজন নেতা খোঁজে বের করতে হবে যে কিনা বাংলাদেশ দলকে একসুতায় গেতে সাফল্য এনে দেবে। আমাদের ক্রিকেটের ভোট বোর্ড কর্তাদের ভাবা উচিত। ক্রিকেট কে বাঁচাতে মাশরাফির মত নেতা খুঁজে বের করতে হবে যার নেতৃত্বে দল আবার নতুন রিদম পাবে।