একজন মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও সাহস না থাকলে তার মাঝে ধৈর্য থাকে না।


If a person does not have self-confidence and courage, he does not have patience.


ধৈর্য হলো একজন শক্তিশালী মনের মানুষের প্রধান গুন। ধৈর্যই মানুষকে সব বিপদ আর দুরাবস্থার মধ্যে আশা করার শক্তি দেয়। যার মধ্যে ধৈর্য নেই, তাকে দিয়ে আসলে কিছুই হয় না। একজন মানুষের ধৈর্য ধরে অপেক্ষা করার ক্ষমতা তার সামনে থেকে যে কোনও বাধাকে সরিয়ে দিতে পারে। যে কোনও কঠিন কাজকে সহজ করে দেয় এই একটি মাত্র গুণ। একজন মানুষকে যদি জীবনে সফল হতে হয়, তবে তার মাঝে ধৈর্য ধরার গুণ অবশ্যই থাকতে হবে।
 ধৈর্য ধরা মানে ভরসা করা। যার মাঝে ধৈর্য নেই, ধরে নিতে হবে সে একজন দুর্বল মনের মানুষ, যে অল্পতেই অস্থির হয়ে পড়ে। একজন মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও সাহস না থাকলে তার মাঝে ধৈর্য থাকে না। একজন মানুষের মাঝে ধৈর্য এর অভাব থাকলে অনুপ্রেরণা আর অনুশীলনের মাধ্যমে সে এই গুণটি অর্জন করতে পারে।


Patience is the main quality of a strong minded person. Patience gives people the strength to hope in the face of adversity and adversity. Nothing really happens to the one who does not have patience. A person's ability to wait patiently can remove any obstacle in front of him. This is the only quality that makes any difficult task easier. If a person wants to be successful in life, he must have the quality of patience.
Patience means trust. He who has no patience, must be assumed to be a man of weak mind, who soon becomes restless. If a person does not have self-confidence and courage, he does not have patience. If a person lacks patience, he can acquire this quality through inspiration and practice.

Tags

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.