বুলেট পিঁপড়া ঃ বিশ্বের সবচেয়ে বেদনাদায়ক পিঁপড়া


বুলেট পিঁপড়া এটি দুনিয়ার সব থেকে বড় পিঁপড়া । আকারে এটি আপনার কুড়ি আঙ্গুলের মত বা ১৮ থেকে ৩০ মিমি হতে পারে । এদের গড় আয়ু ৯০ দিন পর্যন্ত । একে বুলেট এন্ড বা টুয়েন্টি ফোর আওয়ার বলা হয়ে থাকে । কেননা এর কামড় লাগার যন্ত্রণা হয় এবং এর বেদনা ২৪ ঘন্টা পর্যন্ত থাকে । এটির অত্যন্ত বেদনাদায়ক হুল ফোটানোর জন্য নামকরণ করা হয়েছে। যাকে বুলেট দিয়ে গুলি করার সাথে তুলনা করা হয়। তবে বুলেট পিঁপড়ার অনেক সাধারণ নাম রয়েছে। ভেনেজুয়েলায়, এটিকে "২৪-ঘন্টা পিঁপড়া" বলা হয় কারণ একটি হুল ফোটানো ব্যথা পুরো দিন স্থায়ী হতে পারে। ব্রাজিলে, পিঁপড়াকে বলা হয় ফরমিগাও-প্রেটো বা "বড় কালো পিঁপড়া।"

বুলেট পিঁপড়া মধ্য এবং দক্ষিণ আমেরিকার আর্দ্র নিম্নভূমি রেইনফরেস্টে বাস করে। বিশেষ করে আমাজন জঙ্গলে এদের বসবাস বেশি । আমাজন জঙ্গলের অধিবাসীরা একটি অদ্ভুত স্মৃতি পালন করে থাকে যেখানে এক কিশোরকে যুবকে পরিণত হতে বুলেট এন্ড লাগানো দস্তা হাতে পড়ে থাকতে হয় প্রায় বিশ মিনিট ধরে । তাহলে ভেবে নিন এটি কি প্রকার যন্ত্রণা দায়ক প্রথা হতে পারে ।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.