মেয়েদের সুন্দর রেশমি কালো চুল কে না ভালোবাসে। সৃষ্টি লগ্ন থেকেই মেয়েদের বড় চুল সবার আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। এই চুলের মায়ায় যুগ যুগ ধরে এসেছে কত শত প্রশাধনী আর কত শত হেয়ার স্টাইল। মহিলারা সবসময় তাদের চুল নিয়ে চিন্তিত থাকেন। আসলে, সারা বিশ্বে এমন অনেক মহিলা আছেন যাদের লম্বা চুল নেই এবং এই কারণে তারা চিন্তিত থাকেন। বর্তমান সময়ে নারীরা তাদের চুল নিয়ে অনেক বেশি সচেতন। চুল ঘন, লম্বা ও সুন্দর রাখতে নারীরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকেন। এমনকি অনেক মহিলা চুল লম্বা করার জন্য ঘরোয়া উপায় অবলম্বন করেন, তবে অনেক সময় সব প্রতিকারই কাজ করে না এবং মহিলাদের চুল ছোট থেকে যায়। চুলের মাদকতায় মগ্ন এক গ্রামের কথা বলবো আপনাদের। এমন এক গ্রামের গল্প বলবো, যেখানকার মেয়েরা তাদের চুলকে এতোটাই ভালোবাসে যে তারা জন্মের পর থেকে কখনোই চুল কাটে না। চীনের হুয়াংলুও ইয়াও গ্রামে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের মহিলারা রয়েছেন । যেখানকার মেয়েদের এত বড় চুল যে এই গ্রামকে পৃথিবীর বড় চুলের গ্রাম বলে সম্বোধন করা হয়। এই গ্রামের বাসিন্দাদেরই বিশ্বের সবচেয়ে বড় আর মজবুত চুলের রেকর্ড রয়েছে। এদের কারো কারো চুল লম্বায় প্রায় পাঁচ থেকে সাত ফুট পর্যন্ত। এই গ্রামের মেয়েরা তাদের চুলের যত্নে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করেন। এবং সেই যত্নের ফলই বড় আর সুন্দর ঝলমলে চুল।
তাদের চুলকে আরও বেশি সুন্দর আর রেশমি ঝলমলে মজবুত করতে তারা নিজেদের গোপন রেসিপিতে তৈরি একটি রাইস শ্যাম্পু ব্যবহার করে। এই শ্যাম্পুতে তারা রাইস ওয়াটার, বিভিন্ন ড্রাই ফ্রুট ও গোপন কিছু উপাদান ব্যাবহার করে।
সবচেয়ে মজার তথ্য হলো- এই গ্রামের মেয়েরা জীবনে একবার তাদের চুল কাটে। সেটাও আবার তাদের ১৭ তম জন্মদিনে। তারা তাদের চুলকে অত্যাধিক ভালোবাসে এবং এটা তারা বংশপরম্পরায় শিখে এসেছে। তারা মনে প্রাণে বিশ্বাস করে তাদের চুল বড় রাখার মধ্যমেই তাদের পূর্বপুরুষদের সঙ্গে যোগসূত্র তৈরি করে।
হ্যাঁ, এখানে নারীরা যখন নিজেদের জন্য জীবনসঙ্গী খোঁজেন, তখন তারা স্কার্ফ দিয়ে চুল ঢেকে দেন। একই সঙ্গে মেয়ের কাটা চুল তার বিয়ের আগ পর্যন্ত অলংকার বাক্সে রাখা হয়। এরপর যখন বিয়ে হয়, বিয়ের পর মেয়ের চুল স্বামীকে দেওয়ার রেওয়াজ আছে। প্রতি বছর ৩ মার্চ এখানে 'লং হেয়ার ফেস্টিভ্যাল' পালিত হয়। এই উৎসবে নারীরা গান ও নাচের মাধ্যমে তাদের লম্বা সুন্দর চুল প্রদর্শন করে।
চীনের হুয়াংলুও ইয়াও গ্রামে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের মহিলারা রয়েছেন _ সারা জীবনে একবার চুল কাটে যে গ্রামের মেয়েরা
0
December 22, 2021
Tags