মোহাম্মদ সাইফউদ্দিন- বাংলাদেশ ক্রিকেটের লম্বা রেসের ঘোড়া। বহুল কাঙ্ক্ষিত পেস বোলিং অলরাউন্ডার

মোহাম্মদ সাইফউদ্দিন- বাংলাদেশ ক্রিকেটের লম্বা রেসের ঘোড়া। বহুল কাঙ্ক্ষিত পেস বোলিং অলরাউন্ডার


ফেনীতে জন্মগ্রহণকারী, মোহাম্মদ সাইফুদ্দিন ২০১৬ সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের জন্য নির্বাচিত হন, যেটি বাংলাদেশ আয়োজিত হয়েছিল, চট্টগ্রাম বিভাগের হয়ে প্রথম-শ্রেণীতে অভিষেকের এক বছর পর। জুনিয়র স্তরে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তাকে বিশ্বকাপ দলে নাম দেওয়া হয়েছিল। সীম-বোলিং অলরাউন্ডার ছিলেন বাংলাদেশ ইউনিটের অবিচ্ছেদ্য সদস্য যেটি ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছে এবং বহুজাতিক টুর্নামেন্টে তৃতীয় স্থান অধিকার করেছে। সেখানেই ১৯ বছর বয়সী একজন তার পারফরম্যান্স দিয়ে শিরোনাম হয়েছেন। সাইফুদ্দিন ছয় ইনিংসে ১৩ উইকেট লাভ করেন এবং প্রতিযোগিতায় বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি হন। 


 মোহাম্মদ সাইফউদ্দিন- বাংলাদেশ ক্রিকেটের লম্বা রেসের ঘোড়া। বহুল কাঙ্ক্ষিত পেস বোলিং অলরাউন্ডার আক্ষেপ-টা একটু হলেও গুছাতে পেরেছে এই পেস বোলিং অলরাউন্ডার। আন্তর্জাতিক পথচলা সেই ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে একটি টি২০ ম্যাচের মাধ্যমে, যেটা চলছে এখনো পর্যন্ত।


 টেস্ট অভিষেক না হলেও এরই ভিতর খেলে ফেলেছেন ২৯টি করে টি২০ এবং ওডিআই ম্যাচ। প্রায় ৬ ইকোনমিতে ২৯ ওডিআই ম্যাচে বল হাতে ৪১ উইকেটর সাথে ব্যাট হাতে রান করেছেন ৩৬২টি, ক্যারিয়ার সেরা ইনিংস ৫১* অপরাজিত। অপরদিকে ২৯ টি২০ তে ৮.২৬ ইকোনমিতে উইকেট নিয়েছেন ৩১টি সাথে ব্যাট হাতে রান করেছেন ১৯৬টি, ক্যারিয়ার সেরা ইনিংস ৩৯* অপরাজিত।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.