১০৩ রানে বিনিময় পরাজিত হয়ে বাংলাদেশ অনূর্ধ্ব এশিয়া কাপ থেকে বিদায় নিল ।

ভারতের সাথে ১০৩ রানে পরাজিত হয়ে বাংলাদেশ অনূর্ধ্ব এশিয়া কাপ থেকে বিদায় নিল ।  


অনূর্ধ্ব 19 এশিয়া কাপের সেকেন্ড সেমিফাইনাল ভারতের মুখোমুখি বাংলাদেশ । ভারত প্রথমে ব্যাট করে ৮ উইকেটের বিনিময়ে ২৪৩ রান সংগ্রহ করে নির্ধারিত ৫০ ওভারে । ভারতের পক্ষে রাশেদ অপরাজিত ৯০ রান করেন । রাশেদের এই ৯০ রানের উপর ভিত্তি করে ভারত বাংলাদেশকে ২৪৩ রানের টার্গেট দিতে পারে । বাংলাদেশের পক্ষে রাকিবুল হাসান ৩ টি , আশিকুজ্জামান , তানজিম হাসান সাকিব , নাঈমুর রহমান , এস এম মেহরাব , আরিফুল ইসলাম একটি করে উইকেট নিতে সক্ষম হন । ভারতের উইকেটের পতন হয় ২৩ রানেরে মাথায় প্রথম উইকেট , ৪৯ রানের মাথায় দ্বিতীয় উইকেট দলীয় ৬২ রানে 3 উইকেট ১০৩ রানের মাথায় চতুর্থ উইকেট , ১৪৯ রানে পঞ্চম উইকেট , দলীয় ১৫৯ রানে ষষ্ঠ উইকেট , ১৭৬ রানে সপ্তম উইকেট , এবং ১৯৩ রানে অষ্টম উইকেট পড়ে । ২৪৪ রানের টার্গেটে বাংলাদেশ ব্যাট করতে নেমে ৩৮.২ ওভারে ১৪০ রান করে অলআউট হয়ে যায় বাংলাদেশ । বাংলাদেশের পক্ষে মাফুজুল ইসলাম ২৬ রান আরিফুল ইসলাম ৪২ এবং অধিনায়ক রাকিবুল হাসান ১৬ রান করেন । ১০৩ রানে পরাজিত হয়ে বাংলাদেশ অনূর্ধ্ব এশিয়া কাপ থেকে বিদায় নিল । ভারতের পক্ষে রাজবারদন , রাজকুমার , রাজ বায়া ,ভিকি দুটি করে উইকেট নেন ।
Tags

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.