দক্ষিণ সুদান | South Sudan || পৃথিবীর সবচেয়ে গরীব দেশ || Interesting facts about South Sudan ||


 ২০১১ অব্দি আফ্রিকার বৃহত্তম দেশের তকমা পাওয়া রিপাবলিক অফ  দ্যা সুদান থেকে সেই বছরই সাউথ সুদানের সৃষ্টা। এটি পূর্ব মধ্য আফ্রিকার একটি ভূমিবেষ্টিত দেশ । বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদান ।  দক্ষিণ সুদানের সরকারি নাম রিপাবলিক অব সাউথ সুদান । ২০১১ সালে সুদানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে । বিশ্বের দরিদ্রতম দেশ গুলোর মধ্যে অন্যতম দক্ষিণ সুদান । অবকাঠামোর দিক থেকে বহু দুর্বল । শিশুদের জন্মকালে মাতৃর মৃত্যুর হার অনেক বেশি ,নারী শিক্ষার হার ও উচ্চ । কিন্তু দরিদ্র হলে ও বৈচিত্র্যময় সংস্কৃতিতে সমৃদ্ধ দক্ষিণ সুদান । শুধু সমৃদ্ধ সংস্কৃতি নয় দক্ষিণ সুদান সমৃদ্ধ খনিজ তেল সম্পদে ।



দক্ষিণ সুদান ২০১১ সালে স্বাধীনতা পায় । কিন্তু এই স্বাধীনতার পেছনে রয়েছে দুইটি দীর্ঘকালীন গৃহযুদ্ধ এবং বহু মানুষের জীবন হানী ।  প্রথম গৃহযুদ্ধ ১৯৫৫ থেকে ১৯৭২ সাল এবং দ্বিতীয় যুদ্ধ চলে ১৯৮৩ থেকে ২০০৫ সাল । বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এত দীর্ঘ গৃহযুদ্ধ খুব কম হয়েছে । রাজনৈতিক অশান্তি থাকা অবস্থায়ও দেশের নানা জাতি গোষ্ঠীর মানুষ একসাথে বসবাস করেন । 



বর্তমানে দেশের সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী দিনকা । এছাড়া নুয়ে , বারী ও আজান্দা নামে বহুজাতি গত সংখ্যার রয়েছে দেশটিতে । সুদানের আদি কালীও ভাষা ইংরেজি কিন্তু দেশের কয়টি ভাষা তার জানলে অবাক হয়ে যাবেন প্রায় ৬০ স্থানীয় ভাষা প্রচলন রয়েছে দক্ষিণ সুদানে । স্থানীয় ভাষার অন্যতম Juba Arabic, Bari , Shilluk .




দক্ষিণ সুদানে বছরে দুইটি ঋতু দেখা যায় গ্রীষ্মকাল এবং বর্ষাকাল । মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল এবং বাকিটা গরমকাল । দেশটিতে কিছু জলাভূমি রয়েছে এদের মধ্যে সাদা নীল নদে গড়ে ওঠা সুদ  জলাভূমির । সুদ  জলাভূমি নীলনদে গড়ে ওঠা সবচেয়ে পরিষ্কার জলাভূমি । 



দক্ষিণ সুদানের সরকারি নাম রিপাবলিক অফ সাউথ সুদান । দেশটি পূর্বদিকে ইতুপিয়া , দক্ষিণ-পূর্বে কেনিয়া ,  দক্ষিনে উগান্ডা , দক্ষিণ-পশ্চিমে কঙ্গো গণপ্রজাতন্ত্র, পশ্চিমের মধ্যে আফ্রিকান প্রজাতন্ত্র এবং উত্তরে সুদান অবস্থিত । ৬ লাখ ৪৪ হাজার তিনশত ২৯ বর্গকিলোমিটার আয়তন দেশটি বর্তমান জনসংখ্যা প্রায়ত১ কোটি ২৮ লাখ । আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের ৪১ তম দেশ । দেশটির প্রধান ধর্ম খ্রিস্টান ধর্ম । দেশের প্রায় ৬১ শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মাঅবলম্বী বাকিদের মধ্যে ২১% আফ্রিকান স্থানীয় ধর্মের এবং ৮% ইসলাম ধর্মে বিশ্বাসী ।



জুবা দক্ষিণ সুদানের রাজধানী এবং দেশটির বৃহত্তম শহর । এ শহরটি শেখ নীলনদের তীরে অবস্থিত । এটি বিশ্বের নবীনতম রাজধানী শহর । ২০১৭ সালের শহরটি বসবাসরত লোক সংখ্যা ছিল পাঁচ লাখ ২৫ হাজার । শহরের বর্তমান আয়তন ৫২ বর্গ কিলোমিটার । দক্ষিণ সুদান মোটামুটি একটি সমতল তম দেশ । তবে দেশের দক্ষিণ-পূর্বাংশে কিছু পাহাড় দেখা মিলবে । দক্ষিণ সুদানের বিশ্বের সবচেয়ে খারাপ স্বাস্থ্য সূচক রয়েছে । প্রতি এক হাজার জন পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যার ১০০ জন মারা জায়। এছাড়া এখানে মানুষের গড় আয়ু অত্যন্ত কম। দেশটিতে মানুষের গড় আয়ু মাত্র ৫৭ বছর । দেশটিতে শিক্ষাখাতআরো খারাপ ।



দক্ষিণ সুদানের সাক্ষরতার হার সবচেয়ে কম । দেশের মাত্র ২৭% মানুষ লিখতে এবং পড়তে পারে । দক্ষিণ সুদানের অর্থনৈতিক বিশ্বের সবচেয়ে অউন্নত । অবকাঠামোর অভাব এবং নিরক্ষরতা কারণে দেশটি কোন ভাবেই সামনের দিকে এগোতে পারছে না । এমনকি তারা তাদের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে পারছে না শুধুমাত্র পর্যাপ্ত অবকাঠামোর অভাব ।  দেশটির অর্থনৈতিক এখনো পুরোপুরি কৃষির উপর নির্ভরশীল । 



দেশটির মোট জিডিপি প্রায় ৩.১৯ মিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় ২৪৬ মার্কিন ডলার । দক্ষিণ সুদানের ডায়ালিং কোড হচ্ছে প্লাস ২১১ ।  দক্ষিণ সুদানের সরকারি মুদ্রা দক্ষিণ সুদানে পাউন্ড । এক দক্ষিণ সুদানে পাউন্ড সমান বাংলাদেশের দশমিক ৬৫ পয়সার সমান ।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.