এভাটাল পাহাড় । এই পাহাড়টি দেখলে আপনাদের মনে হবে এটি পাহাড় নয় যেন এক একটি স্তম্ভ । এমন এই পাহাড়টি দেখা যাবে চীনের হুনান প্রদেশের ঝাংজিয়া-জিতে । শুধু অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য নয় ঝাংজিয়া-জি জাতীয় উদ্যানের রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু আউটডোর এলিভেটর , সবচেয়ে উঁচু স্কাইওয়াক বা কাচের ব্রিজ এবং পৃথিবীর সবচেয়ে দীর্ঘ ক্যাবল কার ।
ঝাংজিয়া-জি পার্বত্য অঞ্চল চীনের তিয়ানজি পর্বতমালার অন্তর্গত । ১৯৮২ সালে ১২ হাজার একরের বিস্তৃতি এলাকাকে চীনের প্রথম ন্যাশনাল ফরেস্ট পার্ক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই উদ্যানটি ১৯৯২ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায় । এই এলাকার প্রধান আকর্ষণ হলো বিশাল বিশাল স্তম্বের মত পাহাড় ।
অদ্ভুত গঠনের জন্য ভূতত্ত্ববিদরা এগুলোকে পাহাড় এর পরিবর্তে স্তম্ভ হিসেবে উল্লেখ করেন। এসব পাহাড়ের স্তম্ভের সর্বোচ্চ উচ্চতা প্রায় ৪ হাজার ফুট । খাড়া এ পাহাড় গুলির বিশেষ এক বেলে পাথর দিয়ে তৈরি । বছরের-পর-বছর পাথরের উপর পলি জমে এখানে পাইন গাছ জন্মানোর উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে , ফলে পাহাড়ের গায়ে পাইন গাছ চোখে পড়বে ।
অসাধারণ প্রাকৃতিক দৃশ্য ছাড়াও এখানে পৃথিবীর একাধিক সর্বোচ্চ পর্যটন অবকাঠামোর রয়েছে । ঝাংজিয়া-জির উপরে ওঠার জন্য রয়েছে বেইলং এলিভেটর নামে লিফট ।এটি পৃথিবীর সবচেয়ে উঁচু আউটডোর লিফট ।এ অবকাঠামোতে রয়েছে কাজ দিয়ে ঘেরা তিনটি আলাদা আলাদা এলিভেটর । দুই তলা বিশিষ্ট এক একটি এলিভেটরে একসাথে ৫০ জন যাত্রী ওঠানামা করতে পারে ।
প্রায় ১০০ তলা সমান উঁচু এই লিফটের এর সাহায্যে পাহাড়ের উপরে উঠতে মাত্র ২ মিনিট কম সময় লাগে । ঝাংজিয়া-জি গ্র্যান্ড ক্যানিয়ন এর উপর তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু এবং সবচেয়ে দীর্ঘ কাচের সেতু । ভূমি থেকে প্রায় ১০০০ ফুট উঁচুতে ঝুলে থাকা এই স্কাইওয়াকের দৈর্ঘ্য প্রায় অর্ধ কিলোমিটার ।
একসাথে ৮০০ লোক এই ব্রিজের উপর দিয়ে হেঁটে যেতে পারবক। তবে দুর্বল হৃদয়ের মানুষদের এই স্কাইওয়াকে না হাঁটা উত্তা। কারণ আপনি নিচের দিকে তাকালে মনে হবে এ বুঝি আপনি হাজার হাজার ফুট নিচে পড়ে যাচ্ছেন।
পর্যটকদের মনোরঞ্জন এর জন্য এখান থেকে দুই কিলোমিটারের বেশি দীর্ঘ ক্যাবল কার চালু করা হয়েছে । বলার অবকাশ নেই যে এটাও পৃথিবীর সবচেয়ে দীর্ঘ ক্যাবল কার রাইট । ভূতত্ত্ববিদ এর মতে প্রায় ৩০ কোটি বছর পূর্বে এই জায়গাটি ছিল সমুদ্র । কালের বিবর্তনের ফলে সেই ভূমিরূপ পরিবর্তন হয়ে আজকের অবস্থানে এসেছে ।