আমরা সিরিজ খেলতে বাংলাদেশে খুব আন্তরিকতার সাথে যাব। চলতি বছরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাথে ঘরের মাটিতে খেলে আশাতীত কোন ফল পায়নি বাংলাদেশ। প্রতিপক্ষ দেশগুলো হয়ত বাংলাদেশ কে নরমাল দল মনে করে তাদের বেশিরভাগ ২য় সারির প্লেয়ারদের পাঠিয়েছিল। কিন্তু আমরা তা করছি না। আমরা আমাদের সেরা প্লেয়ারদের দলে রাখব যাতে বাংলাদেশ একটু হলেও আমাদের সাথে টক্কর দেবার সাহস রাখে।
জয় নিয়ে মাতামাতি নয় আমরা যাচ্ছি মুলত তাদের থেকে শিখতে, আমরাও তাদের থেকে শিখব, তারাও আমাদের পারফরম্যান্স দেখে শিখবে। সবমিলিয়ে এবারের বাংলাদেশ সফর পাকিস্তানের কাছে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে ইনশাআল্লাহ ।
__ পাক অধিনায়ক ( বাবর আজম )