ব্রেকিং নিউজ ঃ পাকিস্তান অস্ট্রেলিয়া কে ১৭৭ রানের টার্গেট দিল ২য় সেমিফাইনালে।


 2021 টি-টোয়েন্টি বিশ্বকাপের  ২য় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। পাকিস্তানের ইনিংস ওপেন করতে আসেন অধিনায়ক বাবর আজম ও রিজিওয়ান । তাদের ওপেনিং জুটিতে আসে ৭১ রান। বাবর আজম ৩৪ বলে ৩৯ রান করে অ্যাডাম জাম্পার বলে লং অনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এরপর ফখরুজ্জামান ব্যাট করতে আসেন । দলীয় স্কোর যখন ১৪৩  তখন পাকিস্তানের দ্বিতীয় উইকেট এর পতন হয়। মোহাম্মদ রিজওয়ান ৫২ বলে ৬৭ রান করে স্টাক এর বলে প্যাভিলিয়নে ফেরেন । এরপর ব্যাট করতে নামেন আসিফ আলি । কিন্তু আসিফ আলি সুবিধা করতে পারেননি প্যাট কামিন্স এর বলে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যায় । তখন পাকিস্তানের স্কোর ১৫৮ তিন উইকেটে । আসিফ আলি আউটের পর মাঠে আসেন শোয়েব মালিক । শোয়েব মালিক ২ বলে এক রান করে প্যাট কামিন্স এর বলে আউট হন। শোয়েব মালিক বোল্ড আউট হন । ফখরুজ্জামান এর হার্ডিং ব্যাটিংয়ে পাকিস্তান অস্ট্রেলিয়া কে ১৭৭ রানের টার্গেট দিল। অস্ট্রেলিয়ার পক্ষে স্টাক ২ টি, অ্যাডাম জাম্পা ১ টি এবং প্যাট কামিন্স ১টি উইকেট শিকার করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া ১৭৭ রানের টার্গেটে ব্যাট করছে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.