টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে দেশে ফিরেছেন ক্রিকেটারা । কয়েকদিন বিশ্রামের পর আবারো মাঠে নেমে যেতে হবে ক্রিকেটারদের। আগামী ১৯ নভেম্বর থেকে দেশের মাটিতে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ।
এরপরে টেস্ট সিরিজে রয়েছে বাংলাদেশের। কিন্তু ইনজুরির কারণে পাকিস্তান থেকে যে খেলা হবে না সাকিব আল হাসানের। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে বিশ্বকাপের মাঝপথে ছিটকে যান সাকিব আল হাসান।বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
তিনি জানিয়েছেন সাকিবের এই ইনজুরি গ্রেড ওয়ানের, সম্পূর্ণ ফিট হতে ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগবে। দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন পর্যালোচনা শেষে সাকিব কবে ফিরবেন তা বিস্তারিত বলা যাবে,
‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচে ফিল্ডিং করার সময় সাকিবের বাঁ দিকের লোয়ার হ্যামস্ট্রিংয়ে টান লাগে। ক্লিনিক্যাল পরীক্ষায় এটি গ্রেড-১ ইনজুরি। টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচে থাকা হচ্ছে না তার এবং কবে দলে ফিরবেন সেটি পরবর্তী পর্যালোচনা শেষে জানানো হবে।’