আইসিসি সিংহাসনে বাবর আজম । ওয়ানডের পর এবার সংক্ষিপ্ত ফরম্যাটের সিংহাসন পাকিস্তান দলপতির দখলে।


 আইসিসি সিংহাসনে  পাকিস্তান দলপতি বাবর আজম
আইসিসি র‌্যাংকিং প্রকাশ  : ০৩ নভেম্বর ২০২১, ১৫:০৬ 
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৫:১৪

  

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। যেখানে ডেভিড মালানকে টপকে শীর্ষে উঠে এসেছেন বাবর আজম। ওয়ানডের পর এবার সংক্ষিপ্ত ফরম্যাটের সিংহাসন পাকিস্তান দলপতির দখলে।

টি-টেয়েন্টিতে দ্বিতীয় স্থানে নেমে আসা ইংলিশ তারকা মালানের পয়েন্ট ৭৯৮। অন্যদিকে বাবরের পয়েন্ট সংখ্যা ৮৩৪। 

৭৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ান অধিনায়ক আগের তালিকায় চতুর্থ স্থানে ছিলেন। চতুর্থ স্থানে আছেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানি ওপেনারের পয়েন্ট ৭৩১। ভারতের বিরাট কোহলির পয়েন্ট ৭১৪। রয়েছেন পঞ্চম স্থানে।

ষষ্ঠ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামের পয়েন্ট ৭১২। নিউজিল্যান্ড তারকা ডেভন কনওয়ে ৬৯৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছেন। অষ্টম স্থানে থাকা ভারতীয় ওপেনার লোকেশ রাহুলের পয়েন্ট ৬৭৮।

ইংলিশ উইকেটরক্ষক জস বাটলার নয় নম্বরে আছেন। পয়েন্ট ৬৭০। দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের ইভিন লুইসের পয়েন্ট ৬৬৫।



 



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.