পর্দার আড়ালে সবকিছুর একজন নিয়ন্ত্রক আছেন,যিনি আমাদের জন্য তাঁর অফুরন্ত নিয়ামত ঠেলে ঠেলে দিচ্ছেন।











 এক ভদ্রমহিলা তার বাড়িতে মসজিদের হুজুরকে দাওয়াত করলেন। মহিলার বাড়িতে স্বামী-সন্তান কেউ নেই।


তো ইমাম সাহেব যথাসময়ে তার অবুঝ সন্তানসহ দাওয়াতে উপস্থিত হলেন।


মহিলা ছিলেন পর্দানশীল।মহিলা যে রুমে ছিলেন আর হুজুর যে রুমে বসলেন,দুই রুমের মাঝখানের দরজায় উন্নতমানের পর্দা সাঁটানো ছিল।পর্দার একপাশ থেকে একটা একটা  খাবার মহিলাটি ঠেলে দিলেন, ইমাম সাহেব অপর পাশ থেকে খাবার টেনে নিয়ে তৃপ্তি সহকারে সন্তানকে নিয়ে খেলেন।


খাওয়া শেষ হলে সন্তান তার বাবাকে বলে... "বাবা,এরকম একটা পর্দা আমাদের বাড়িতে লাগিয়ে দেবে!"


বাবা বললেন, কেন?


সন্তান বলল, "বাবা দেখলে না,পর্দায় কত মজার মজার খাবার দেয়!"


সন্তানের এহেন কথা শুনে পিতা থ হয়ে গেলেন।তিনি তার সন্তানকে বললেন, "নারে বাবা!পর্দায় খাবার দেয় না।পর্দার আড়ালে কেউ একজন আছেন,সে খাবার দেয়!"


ঐ অবুঝ বালকের মতোই আমরাও অনেকে ভাবি,জমি আমাদের খাবার দেয়,চাকুরি,বিজনেস আমাদের ইনকাম দেয়,অসুস্থতায় ডাক্তার আমাদের সুস্থ করে তোলে,দক্ষ ড্রাইভার আমাদের দুর্ঘটনা থেকে রক্ষা করে।


আসলে জমি,চাকুরি,বিজনেস,ডাক্তার এ সবকিছু হচ্ছে দুই রুমের মাঝের ঐ পর্দা।আর ঐ পর্দার আড়ালে সবকিছুর একজন নিয়ন্ত্রক আছেন,যিনি আমাদের জন্য তাঁর অফুরন্ত নিয়ামত ঠেলে ঠেলে দিচ্ছেন। 

তিনি মহান আল্লাহ।

কিন্তু আমরা বড়ই অবুঝ!

পর্দার আড়ালে কে আছেন,তার খোঁজ না নিয়ে,আমরা পর্দাকেই সবকিছু ভেবে বসে আছি।


আল্লাহ আমাদের সহীহ্ বুঝ দান করুন।আমীন।।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.