পাকু দক্ষিণ আমেরিকার স্বাদু পানিতে বসবাসকারী ভয়ঙ্কর একটি মাছ । যেকোনো মানুষের কাছে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন এই মাছ । এ মাছের বিশেষত্ব হলো এর দাঁত । যা অনেকটাই মানুষের মতো এবং মানুষের মতো এরা শাখাহারী এবং মাংসাশী । লম্বা এরা সাড়ে তিন ফুটের মতো হয় এবং ৪০ কিলোগ্রাম অব্দি ওজন হতে পারে । মানুষ এদের খাবার নয় কিন্তু তাও আপনি এদের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে চাইবেন । কেননা যদি এরা আপনার উপর আক্রমণ করে । এদের ধারালো দাঁত ও মজবুত মাড়ী আপনাকে গভীর ক্ষত এবং আঘাত দিতে পারে । এরা খুব ভয়ঙ্কর প্রকৃতির মাছ । তবে ভয়ের কোন কারণ নেই । এরা কেবল আমাজন নদীতেই বসবাস করে । আপনার কিংবা আমার বাড়িতে নয় ।
Terrible fish from the Paku Amazon River _ আমাজন নদীর ভয়ংকর মাছ পাকু
0
December 11, 2021
Paku is a terrifying fish living in the freshwater of South America. This fish is a terrible nightmare for any human being. The specialty of this fish is its teeth. Which is a lot like humans and like humans they are herbivores and carnivores. They are about three and a half feet tall and can weigh up to 40 kilograms.People are not their food but you will want to keep your distance from them. Because if they attack you. Their sharp teeth and strong gums can leave you with deep wounds and bruises. These are very scary nature fish. But there is no reason to be afraid. They live only in the Amazon River. Not in your house or mine.
Tags