নরওয়ে দেশ । Norway। রুপকথার গল্পের মত সুন্দর দেশ। Norway amazing facts in Bengali


 



Video link  : https://youtu.be/60oR_StNHIc


নরওয়ে ইউরোপের উত্তরে অবস্থিত প্রাকৃতিক নয়না ভিরাম অপার সৌন্দর্যের একটি দেশ। যাকে বিশ্বের সুন্দরতম দেশের মধ্যে একটি মানা হয়ে থাকে। দেশটির প্রাকৃতিক সৌন্দর্য এককথায় শ্বাসরুদ্ধকর রূপকথার গল্পের মতো সমুদ্র খাত তুষার ঢাকা বিস্তৃত মালভূমি আর অবিশ্বাস্য সুন্দর পর্বতমালা দিয়ে ঢাকা এই দেশটি অপার প্রাকৃতিক সৌন্দর্য থাকার কারণে ভ্রমণের জন্য ইউরোপের সুন্দর দেশ এইটি নরওয়ের সরকারি নাম কি অফ নরওয়ে। নরওয়ে বিশ্বের এমন একটি দেশ যেখানে 6 মাস দিন 6 মাস রাত এই বিরাজমান থাকে এখানে মধ্যরাত্রিতে আকাশের মধ্যে সূর্য দেখা যায়। নরওয়ে ইউরোপের মধ্যে দ্বিতীয় আর বিশ্বের মধ্যে ষষ্ঠ ধনী দেশ। আর এখানকার মাথাপিছু আয় অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি।

 

নরওয়ে উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের পশ্চিম অংশে অবস্থিত  দেশটির পূর্ব সীমান্তে সুইডেন উত্তর-পূর্বে ফিনল্যান্ড রাশিয়া দক্ষিণে স্কাই গ্যাঁড়া প্রণালী এবং অপর প্রান্তে ডেনমার্ক অবস্থিত 

3 লক্ষ 85 হাজার দুইশত 60 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা 53 লক্ষ 85 হাজার 300 জন   যা 2020 সালের আদমশুমারি অনুযায়ী   জনসংখ্যার ঘনত্বের কম দিক দিয়ে নরওয়ে ইউরোপের দ্বিতীয় তম দেশ  নরওয়েতে নরওয়েজিয়ান এবং স্বামী দুটি সরকারি ভাষা   তবে এর মধ্যে নরওয়েজিয়ান সর্ব বিস্তৃত এবং সহকারী প্রধান ভাষা   আরব দেশগুলো বাদ দিয়ে নরওয়ে এমন একটি দেশ যেখানে প্রচুর পরিমাণে তেল এবং প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়   নরওয়েতে ধনী এবং গরীব লোকের মধ্যে পার্থক্য অনেকটাই কম আর এখানে সরকারের দিক দিয়ে অনেক সুযোগ সুবিধা দেওয়া  হয়ে থাকে   নরওয়ে লোকদের এই বিশ্বের সবচেয়ে সুখী লোক মানা হয়ে থাকে জন্য এদেশে  চুরি বা প্রতারণা অনেকটাই কম হয়ে থাকে  নরওয়ে জেল গুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন কারণ এখানকার জেল অনেকটা হোটেলের মত আর এখানকার জেলে অনেক রকম সুযোগ-সুবিধা দেওয়া হয়ে থাকে খ্রিস্টান ধর্ম দেশটির প্রধান ধর্ম দেশটিতে প্রায় 78 শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী বাকিদের মধ্যে শতকরা 17 শতাংশ এমন যারা অন্য ধর্মকে বিশ্বাস করে না দেশটিতে ইসলাম ধর্মের লোকের সংখ্যা 4 শতাংশ আসলো নরওয়ে রাজধানী এবং  সবচেয়ে জনবহুল এবং বাণিজ্যিক শহর স্ক্যান্ডিনেভিয়ার সব রাজধানী গুলোর মধ্যে আসলো প্রাচীন তম শহর শহরটি 1048 সালে প্রতিষ্ঠিত হয় এটি এক সময় জলদস্যুদের শহর ছিল বর্তমান শহরটি দেশটির অর্থনৈতিক মূল কেন্দ্রবিন্দু শহরটির প্রাকৃতিক সৌন্দর্যের কথা আলাদা ভাবে বলতে হয় মে মাসের শেষের দিকে শহরটি সবুজে ভরে যায় । আসলো সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো বিজি ল্যান্ড পার্ক নরওয়েতে রয়েছে হাজার হাজার নয়নাভিরাম  রদ মনমুগ্ধকর সৌন্দর্যের পাশাপাশি  এই রদ  গুলোতে পাওয়া যায় ইউরোপের সেবন মাছ বর্তমান বিশ্বে নরওয়ের পরিচয় শান্তির দেশ হিসেবে নরওয়ের সৌন্দর্যের আধার বলা হয়  নরওয়ে এর উত্তরে অবস্থিত লোফোতেন দ্বীপপুঞ্জ । এখানে দৃষ্টিনন্দন বেলাভূমি থেকে শুরু করে আরো রয়েছে সুউচ্চ পর্বতশ্রেণী রহস্যময় সমুদ্র খাত ছবির মতো সুন্দর জেলেদের গ্রাম আর সবুজের সমারোহ । দেশটিতে 6 থেকে 16 বয়সী দের শিক্ষা বাধ্যতামূলক

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.