২০২১ বিশ্বকাপে পঞ্চম ম্যাচের চারটি ম্যাচে ফিফটি । পিওর মাস্টারক্লাস পারফরম্যান্স ।


 ২০২১ বিশ্বকাপে পঞ্চম  ম্যাচের  চারটি ম্যাচে ফিফটি । পিওর মাস্টারক্লাস পারফরম্যান্স ।  ক্যাপ্টেন্সি ও ব্যাটিং দুই জায়গাতেই দুর্দান্ত বাবর আজম । টি-টোয়েন্টিতে কখনো  রান ক্ষরাতে  দেখা যায়নি বাবর আজম কে । তিনি এখন পাকিস্তান টিমের রান মেশিন হয়ে গেছেন । মাঠে নামলেই যেন তাঁর ব্যাট হাসে রানে । এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরমার   তিনি । 


বিরাট কোহলি ও ম্যাথু হেইডেন এরপর ৩য়  ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে চারটি হাফ সেঞ্চুরি করেন বাবর আজম । শুধু তাই না টি-টোয়েন্টি ক্রিকেটে এক ক্যালেন্ডার ইয়ারের সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির রেকর্ডটি ও তার দখলে নিলেন ,  আবারো সেই বিরাট কোহলির এর রেকর্ড ভাঙলেন । 


নিঃসন্দেহে বর্তমান ক্রিকেট বিশ্বে এর অন্যতম সেরার একজন ব্যাটসম্যান বাবর আজম । তুমি দিনদিন পাহাড়ের চূড়ায় উঠে এ চলেছেন । বাবর আজম বর্তমান ক্রিকেট বিশ্বের  একজনআইডল । শুভকামনা রইল বাবর আজমের জন্য । 


 ভারত             ৬৮

 নিউজিল্যান্ড      ৯

 আফগানিস্তান ৫১

 নামিবিয়া         ৭০

 স্কটল্যান্ড         ৬৬



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.