নান্নুকে হঠাও বাংলার ক্রিকেট কে বাচাও । তা না হলে একদিন আমাদের ক্রিকেট কেনিয়ার মত হারিয়ে ফেলতে হবে।


 

নান্নুর মেয়াদ ফুরালেও

জোর করে আরো এক বছর

পর্যন্ত প্রধান নির্বাচক থাকছেন নান্নু,

সে তার জায়গা ছাড়তে কোনভাবেই রাজী নয়,

অনেকদিন যাবৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করে আসছেন মিনহাজুল আবেদিন নান্নু। অনেক সময়েই তাঁর দল নির্বাচন নিয়ে নানান বিতর্কের সৃষ্টি হয়েছে, কিন্তু বর্তমানে সে তার জায়গা কোনোভাবেই ছাড়তে রাজি হচ্ছেন না। এবং আরো এক বছর পর্যন্ত তার জায়গা পাকা পোক্ত করে রাখছেন। নান্নু সাহেব-উনার ২৭ ম্যাচের ক্যারিয়ারে ১ টা ৬ মারতে পারেননি তিনি বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক।  মূলে ভুল থাকলে ক্রিকেট দলের কাছে এর চেয়ে ভাল কিছু আশা করা নিছকই বোকামী

 ছাড়া আর কিছুই না। মিঃ রাসেল ডমিঙ্গো কখনোই উনাদের জাতীয় দলে খেলার সুযোগ পাননি, তিনি হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ।

কিন্তু আমার মনে হয়, এভাবে যদি মূর্খরা নির্বাচকদের দায়িত্বে পালন করে তাহলে একদিন আমাদের ক্রিকেট কেনিয়ার মত হারিয়ে ফেলতে হবে।

তাই আমাদের সবার উচিত,

এই মূর্খ আবালদের বিরুদ্ধে পদত্যাগের দাবিতে আন্দোলন করে আমাদের দেশের ক্রিকেটকে রক্ষা করতে হবে।

নান্নুকে হঠাও

বাংলার ক্রিকেট কে বাচাও

ডমিঙ্গোর জায়গায়, বস সালাউদ্দিন কে আনা হোক এটাই বাংলার ক্রিকেট প্রেমিদের দাবি....!




Tags

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.