কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন ? যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন দুনিয়াতেই তার পুরোটা না হলেও এক তৃতীয়াংশ ভোগ করে যেতে হবে যে আপনজকে ও ।


কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন  ? খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায় । তবে নিজে কেও একটু তৈরি রাকবেন ভবিষ্যতের জন্য ।  যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন দুনিয়াতেই তার পুরোটা না হলেও  এক তৃতীয়াংশ ভোগ করে যেতে হবে যে আপনজকে ও ।



আল্লাহর সৃষ্টি এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্ট গুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছেই একদিন না একদিন ফেরত আসবে। আপনি নিজেই আত্ম অনুশোচনায় ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে । হয়তো আপনার কৃতকর্মের জন্য ঐ মানুষটার কাছে ক্ষমা চাইতে পারবেন না । 


সবার মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ সামনে এগোতে গেলে  শেকলের মত পা  জড়িয়ে এনে ধরে । ভালো থাকুক চারপাশের মানুষগুলো ।  ভালোবাসা ,  ঘৃণা , কাছের , দুরের সবাই ভালো থাকুক । অভিশাপ না দিলেও , রুহ বলে একটা কথা আছে , যাকে প্রকৃতির প্রতিশোধ বলে । যেটা আমাদের বিশ্বাস করতেই হবে ।  প্রকৃতির কিছুই ভোলেনা । সময়ের ব্যবধান মাত্র । 


কেউ নিজে দোষ করে উল্টো আপনাকে অপবাদ দিয়েছে ।  নিজের দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে আপনার অর্জন কে ছোট দেখালো , আপনার শ্রম- সফলতার স্বীকৃতি না দিয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করল , সত্য গোপন করে আপনাকে বিপদে ফেলল,  বাজে কথা বলে আপনার পথ চলাকে অবরুদ্ধ করল,  মিথ্যা বলে আপনার সম্মান নষ্ট করল ।


ক্ষমতার দাপটে অন্যায় ভাবে কথার আঘাতে অপমানিত করেছে ,  আপনাকে ঠকাচ্ছে কথার বানে নিজের স্বার্থে আপনাকে করেছে ক্ষতবিক্ষত । করূক না । জরুলি না যে সব গুলোর উত্তর আপনাকে এখনই দিতে হবে ।  কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দিন না ।  দেখে নিন না কি হয়  ।


সব সময় হয়ত আমরা বুঝে উঠতে পারিনা , সঠিক কোনো কাজের শাস্তি পাচ্ছি । কাউকে কষ্ট দিয়ে ,অপমান করে ,  কাউকে কাঁদিয়ে , কাউকে কথা দিয়ে বেমালুম  ভুলে  যাই আমরা , কিন্তু প্রকৃতি ভোলে না , প্রকৃতির ক্ষমা করেনা । প্রত্যেকটি মানুষ খারাপ কাজের শাস্তি কিছুটা হলেও দুনিয়াতে ভোগ  ।  কদিন আগে কিংবা কদিন পরে , কিন্তু শাস্তি সে পাবেই ।


 এমন কি এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত ভাবে অন্যায় করে নিজেকে জয়ী ভেবে ,  বেশ ফুরফুরে মেজাজে আছেন ,  মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন,  সে হয়তো প্রতিবাদ করবে না,  কিন্তু তার নীরবতা কষ্ট থেকে আশা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়া টা সঠিক সময়ে করে নেবে । কারণ আল্লাহ কাউকে ঠকানো না ।  তিনি  কারোর একার নন ।  তিনি সবার । তিনি সবার জন্য ন্যায় বিচার করেন  । কে গরীব কে ধনী তিনি সেটা দেখেন না । 



Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.