গুণটানা পণ্যবাহী নৌক


 

তিরিশ চল্লিশ বছর আগেও গাঙের কিনার দিয়ে হেঁটে যেতো গুণটানা মাঝিমাল্লারা। একটি বাঁশের বা কাঠির সাথে বাঁধা থাকতো প্রত্যেকের গুণ বা সুতলির মাথা। অপর মাথাগুলো বাঁধা থাকতো মাস্তুলের উপর। ছবিতে পালে হাওয়া কম বিধায় উজান চলতে গুণটানায় নেমে গেছে সবাই। ঝোপঝাড় জঙ্গল ও নদীর পাড় ভাঙা স্থানে পথ চলতে চলতে রাস্তার মতো হয়ে যেতো। যারা নিয়মিত গুণ টানতেন তাদের ঘাড়ে দাগ পরে যেতো। 

Thirty or forty years ago, Guntana Majhimallas used to walk along the banks of the Ganges. The head of each guna or twine was tied to a bamboo or stick. The other heads were tied to the mast. In the picture, there is less wind in the sail, so everyone has gone down to Gunatana. The bushes became like a road while walking on the broken place in the forest and on the bank of the river. Those who pulled regularly would get scars on their necks.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.