মানুষ যখন চলে যায়, তার রিজিকের অংশটুকুও সাথে করে নিয়ে যায়।
0EQBAL SHAKAugust 25, 2021
"আমার মায়ের জন্য ঔষধ বাবদ প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকার লাগতো। গত দুই মাস আগে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। মা মারা যাওয়ার কারণে আমার তো এখন প্রতিমাসে পনেরো থেকে বিশ হাজার টাকা অতিরিক্ত থাকার কথা। কিন্তু সে টাকা কই? আমি টাকার কোন হিসেব পাই না।"
.
.
বক্তব্যের সারমর্ম হলো, মানুষ যখন চলে যায়, তার রিজিকের অংশটুকুও সাথে করে নিয়ে যায়। পিতা-মাতা, ভাই-বোন, প্রিয়জনদের রিজিকের ভাগ আপনার আয়ের মধ্যেই দেওয়া থাকে। কখনো ভাববেন না যে, আপনি যদি তাদের জন্য খরচ না করেন, তাহলে বরাদ্দকৃত অংশ আপনার মূল টাকায় যোগ হবে। তারা তাদের রিজিক খাচ্ছে, ঠিক যতটুকু আপনার ভান্ডারে তাদের জন্য তিনি (রিজিকদাতা) রেখেছেন।