হরিণ এক মিনিটে ২৩ গজ এবং বাঘ এক মিনিটে ২২ গজ যেতে পারে। সেই দিক থেকে হিসেব করলে হরিণকে বাঘ কোন ভাবে ধরা সম্ভব নয়।
0
February 09, 2021
হরিণ এক মিনিটে ২৩ গজ এবং বাঘ এক মিনিটে ২২ গজ যেতে পারে। সেই দিক থেকে হিসেব করলে হরিণকে বাঘ কোন ভাবে ধরা সম্ভব নয়। কিন্তু বাস্তবে সেটি ভুল বাঘ হরিণকে ধরে ফেলতে পারে। কারণ হরিণ যখন দৌড়ায় তখন সে পেছনের দিকে তাকায় বাঘ কতটুকু পেছনে রয়েছে তার। সেই সুযোগে বাঘ হরিণের আগে চলে আসতে পারে। সেজন্য বাঘ হরিণকে ধরতে পারে। ঠিক আমাদের মধ্যে যদি কেউ লক্ষ্যে পৌঁছে যান তখন আর পিছনে ফিরে তাকাবে না। কারণ আপনি পিছনে ফিরে যদি তাকান তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না অন্য আরেকজন আপনার লক্ষ্যে পৌঁছে যাবে। তাই জীবনের সব সময় মনে রাখবেন কোন লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি কখনো পেছনে ফিরে তাকাবে না। তাহলে আপনি আপনার লক্ষ্যচ্যুত হবেন।
Tags