কেউ বিপদে পড়লে তাকে সেই বিপদে একা ফেলে দেওয়া কখনই উচিত নয়। আর এটা ভাবা কখনই নয় যে বিপদটা শুধু তার। বিপদ কখনো কারো একার হয় না



 একটি ইঁদুর গর্ত করে লুকিয়ে থাকত এক চাষীর বাড়িতে। চাষী আর তার স্ত্রীকে থলে থেকে কি একটা বের করতে দেখল ইঁদুরটি। থলেতে খাবার আছে ভেবে ইঁদুরটি এগুতে থাকে থলের দিকে। কিছুটা এগুতে  ইঁদুরটি লক্ষ্য করলো থলেতে খাবারের কিছুই নেই বরং আছে ইঁদুর ধরার ফাঁদ। তা দেখে পিছিয়ে আসতে লাগল ইঁদুরটি। বাড়ির পিছনে থাকা পায়রাকে গিয়ে ইঁদুরটি বলল, ইঁদুর ধরার ফাঁদ এনেছে বাড়ির মালিক। কথাটা শুনে পায়রা হাসতে হাসতে বলল তাতে আমার কি ?

ওই ফাঁদে আমি তো কখনই পড় না। কথাটা শুনে ইঁদুর হতাশ হল এবং ঠিক করল একথা সে মুরগিকে জানাবে। ইঁদুরটিকে ফের হেউ করলো মুরগি জানালো এটা আমার সমস্যা নয়। ছাগলকে এ কথা শোনানোর জন্য ইঁদুর দৌড়ে গেল মাঠের মধ্যে। কথাটি শোনার পর ছাগল মাঠে লুটোপুটি খেতে লাগলো।

একটি বিষাক্ত সাপ ওই ফাঁদে আটকা পড়ে রাতের বেলায়। সেই শব্দ শুনে চাষির ইস্ত্রি ফাদের কাছে আসে এবং শাপে লেজ কে ইঁদুরের লেজ ভেবে ভুল করে এবং বিষধর সাপের কামড় খায়। অবস্থা খারাপ দেখে ওযাকে  খবর দিল চাষী।

পায়রা জুস খাওয়ানোর পরামর্শ দেন ওজা। চাষির দুর্দিনে তার আত্মীয় স্বজনদের সকলে এসে বাড়িতে উপস্থিত হন এবং মুরগি জবাই হয় আত্মীয়দের খাবার জোগাড়ের জন্য। চাষির স্ত্রী মারা গেল দুই দিন পর। তাই ছাগলটিকে ও জবাই করা হয় চাষির স্ত্রীর দোয়া অনুষ্ঠানের দিন। ততদিনে বহুদূর পালিয়ে গেছে এই ইঁদুরটি।


@@ কেউ বিপদে পড়লে তাকে সেই বিপদে একা ফেলে দেওয়া কখনই উচিত নয়। আর এটা ভাবা কখনই নয় যে বিপদটা শুধু তার। বিপদ কখনো কারো একার হয় না ##

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.