গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ| World's Largest Island Greenland...


video link :https://youtu.be/heMgM1HpakM



গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ| World's Largest Island Greenland...


'গ্রীনল্যান্ড' নামটা শোনার পরে আপনার মাথায় যদি প্রথমেই সবুজে ঢাকা কোন পাহাড় বা কোন সবুজ বনাঞ্চলের ছবি ভাসে, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন! কারণ গ্রীনল্যান্ডে সবুজ নেই বললেই চলে। বরং এই জায়গাটার নাম যদি রাখা হতো হোয়াইটল্যান্ড, তাহলেই বরং মানানসই হতো। কারণ একুশ লক্ষ বর্গমাইলের এই বিশাল দ্বীপের প্রায় নব্বই ভাগ এলাকাই তো সাদা বরফে ঢাকা! সাধারণ জ্ঞানের বইতে গ্রীনল্যান্ডের নামটা সবাই পড়েছেন, বিশ্বের সর্ববৃহৎ দ্বীপ এই গ্রীনল্যান্ড। কিন্ত এই জায়গাটা সম্পর্কে কতটুকু জানি আমরা? কি আছে এই গ্রীনল্যান্ডে? এটা কি আলাদা কোন দেশ? কোন মহাদেশের ভেতরে পড়েছে গ্রীনল্যান্ড? কারা থাকে এখানে? চলুন, আজ আপনাদের গ্রীনল্যান্ডের গল্প শোনাই।

আটলান্টিক মহাসাগরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। ভৌগলিকভাবে উত্তর আমেরিকায় অবস্থিত হলেও, প্রশাসনিকভাবে দ্বীপটি ইউরোপের অন্তর্ভুক্ত। গ্রিনল্যান্ডের সিংহভাগ অঞ্চল বরফে ঢাকা রয়েছে এবং কোন কোন যায়গায় এই বরফের পুরুত্ব কিলোমিটারেরও বেশি। মেরু অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে, এখানকার দিনের দৈর্ঘ্য মাত্র ঘন্টা। বরফে জমে থাকা অন্ধকারাচ্ছন্ন এই দ্বীপটিতে লুকিয়ে রয়েছে বিচিত্র সব সৌন্দর্য্য।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.