প্যারিস শহর_ প্যারিসের ইতিহাস _ প্যারিস সম্পর্কে অবাক করা তথ্য_ প্যারিস শহর দাড়িয়ে আছে কয়েক লাক মৃত্যু মানুষের উপর
EQBAL SHAK
October 27, 2020
ফ্রান্সের রাজধানী প্যারিস ভ্রমণ প্রিয় মানুষদের কাছে খুবি পছন্দের জায়গা। প্যারিস শহর পৃথিবীর সবচেয়ে সুন্দর শহরগুলোর একটি। আমরা অনেকেই জানি না প্যারিস কেনো বিখ্যাত । প্যারিসের ইতিহাস অনেক বছরের পুরনো। বিশ্ব নগরী প্যারিস ফ্যাশন এর রাজধানী নামেও পরিচিত। প্যারিস ফ্যাশন উইক বিশ্বের সেরা ডিজাইনারের মিলনমেলা। অনেকেই জানে না আইফেল টাওয়ার কোথায়। ভালোবাসার নগরী প্যারিসে রয়েছে আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার প্যারিসের অন্যতম আকর্ষণ। ফ্রান্স দেশ ভ্রমণে প্রতিবছর প্রায় ৮২ মিলিয়ন মানুষ আসে। প্যারিসের জন্য ফ্রান্স দেশের পরিচিতি পুরো বিশ্ব জুড়ে। ফ্রান্সের প্যারিস শহর ইউরোপের সস্কৃতির এক বড় অংশ লালন করে। আইফেল টাওয়ার ছাড়াও প্যারিসে অনেক কিছু আছে দেখার। প্যারিসের মেয়ে ও ছেলেরা ভালোবাসা প্রকাশের জন্য বিখ্যাত। প্যারিস সম্পর্কে অনেক অবাক করা তথ্য বিশ্ব জুড়ে শোনা যায়। প্যারিস সম্পর্কে তথ্য গুলো সত্যি স্বপ্নময়। তবে বর্তমান প্যারিসের অসহায় মানুষ দেখতে পাওয়া যায় যাদের জীবন খুবই কষ্টে কাটে।