পৃথিবীর সবচেয়ে শীতল শহর | ডিপ ফ্রিজে বসবাস |Oymyakon City | Siberia | অয়মিয়াকন শহর | Eqbal Shak TV


Full Video Link : https://youtu.be/6sFjJspPT2Eএই পর্বে এমন এক শহরের কথা আলোচনা করব, যে শহরে বসবাস করার চেয়ে আপনার বাসার ডিপ ফ্রিজে বসবাস করাও অনেক বেশি আরামদায়ক।এখানে আপনার চোখের পাতা জমে বরফ হয়ে যাবে নিমিষে। এখানকার তাপমাত্রা এতই ঠান্ডা, যে ফুটন্ত গরম পানি শূন্যে ছুড়ে দিলে মাটিতে পড়ার আগেই তা জমে বরফ হয়ে যায়। সেন্ট্রাল সাইবেরিয়ার এই ছোট্ট নগরের নাম অয়মিয়াকন। পৃথিবীর সবচেয়ে শীতল এই মানব বসতি সম্পর্কে জানব । ডিপ ফ্রিজে মানুষের বাস !! কথাটা শুনে চমকে গেলেও বাস্তবে কিন্তু এমনটাই ঘটছে । সাধারনত ডিপ ফ্রিজে -১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি জমে বরফ হয়ে যায় । তাহলে একবার চিন্তা করুন ডীপ ফ্রিজের চেয়েও তিন গুন কম তাপমাত্রায় অর্থাৎ প্রায় -৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানুষের কি অবস্থা হতে পারে !! হ্যা , আপনি মনে মনে যে পরিনতির কথা ভাবছেন বাস্তবে তেমনটায় হবার কথা । কিন্তু যার জন্ম এই তাপমাত্রার ভেতরে তার জন্য হয়তো ব্যাপারটা তেমন কিছুই না । বলছিলাম অয়মিয়াকনে কথা । যেখানে আপনি ফুটন্ত গরম পানি উপরের দিকে ছুড়ে মারলে নিচে পড়ার আগেই সেটা বরফ হয়ে যায় । এমনকি ফুটন্ত গরম পানির ভেতর জামা কাপড় পরিষ্কার করলে সেই জামা রোদে মেলে দেয়ার আগেই বরফ জমে শক্ত হয়ে যায় । একটা কলা কিছুক্ষণ বাইরে রাখলে আপনি সেটা দিয়ে হাতুড়ির কাজও করতে পারবেন । অথচ তারপরও মানুষ সেখানে দিব্যি বেচে আছে ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.